Barak UpdatesHappeningsBreaking News
চিরিপুলে আইন মহাবিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন মন্ত্রী পেগুর
৬ আগস্ট : স্বাধীনতার ৭৫ বছরে বরাকে প্রথম বারের মতো স্থাপন করা হবে একটি সরকারি আইন মহাবিদ্যালয়। কাছাড় জেলার লক্ষীপুরের চিরিপুলে এই কলেজটি স্থাপিত হবে। শনিবার এই আইন কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডাঃ রণোজ পেগু। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষীপুরের বিধায়ক কৌশিক রাই, কাছাড়ের জেলাশাসক রোহান কুমার ঝাঁ, বিদ্যালয় সমূহের পরিদর্শক সামিনা ইয়াসমিন আখতার সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি। এই কলেজের জন্য ব্যয় হবে ১৫ কোটি ৫০ লক্ষ টাকা।
এ উপলক্ষে আয়োজিত এক সভায় ভাষণ দিতে গিয়ে মন্ত্রী পেগু বলেন, রাজ্যে মোট নয়টি আইন কলেজ স্থাপন করার জন্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই নয়টির মধ্যে লক্ষীপুরের চিরিপুলে একটি কলেজ স্থাপন করা হবে। এতে শুধুমাত্র কাছাড় জেলাই নয়, বরাকের তিন জেলার পড়ুয়ারা অধ্যয়ন করতে পারবে। আগামী ২০ মাসের মধ্যে এই কলেজ নির্মাণের কাজ শেষ হবে।
এ দিকে, রাজ্যের বিভিন্ন কলা বিভাগের কলেজে বিজ্ঞান শাখা খোলার জন্য বিভিন্ন মহল থেকে দাবি উত্থাপন করা হয়েছে। এ ব্যাপারে শিক্ষামন্ত্রী বলেন, রাজ্যের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ১ লক্ষ ১২ হাজার বিজ্ঞান শাখার আসন রয়েছে। এর মধ্যে নামভর্তি হয় মাত্র ৪০ থেকে ৫০ হাজার। ফলে নতুন করে বিজ্ঞান শাখা খোলার কোনও প্রয়োজন নেই।