India & World UpdatesHappeningsBreaking News
চিন থেকে ফিরেই ভারতকে নিশানা মলদ্বীপের রাষ্ট্রপতির
ওয়েটুবরাক, 16 জানুয়ারিঃ মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু দমতে রাজি নন। বরং ভারতের ‘ছায়া’ থেকে বেরিয়ে আসতে নতুন নতুন সিদ্ধান্ত নিতে শুরু করেছে তাঁর সরকার। মলদ্বীপে খাদ্য এবং ওষুধের জোগান অব্যাহত রাখতে আর কোনও একটি নির্দিষ্ট দেশের উপর নির্ভর করতে রাজি নয় এরা। একটি নির্দিষ্ট দেশের বদলে আলাদা আলাদা দেশ থেকে খাদ্য সামগ্রী এবং ওষুধ আমদানি করার সিদ্ধান্ত নিতে চলেছে। যদিও তাদের যুক্তি, আমদানি শিল্পে বৈচিত্র আনতে এবং কোনও একটি দেশের উপর নির্ভরতা কমানোর জন্যই এমন সিদ্ধান্ত নিচ্ছে তাদের সরকার। তবে পরোক্ষে যে ভারতকেই নিশানা করছেন মইজ্জু, তা কূটনৈতিক বিশেষজ্ঞদের কাছে স্পষ্ট।
খাদ্য, ওষুধ এবং চিকিৎসা সংক্রান্ত সরঞ্জামের জন্য মূলত ভারতের উপরই নির্ভরশীল মলদ্বীপ। কোভিড আবহে মলদ্বীপকে টিকাও সরবরাহ করেছিল ভারত। বেজিং-ঘনিষ্ঠ বলে পরিচিত মুইজ্জু সম্প্রতি চিন সফরে গিয়েছিলেন। শনিবার দেশে ফিরেই সাংবাদিক বৈঠকে বলেন, “হতে পারি আমরা ক্ষুদ্র। তাই বলে কাউকে চমকানোর ছাড়পত্র দিয়ে দিইনি আমরা।” এর পরেই নতুন মাত্রা পেয়েছে ভারত-মলদ্বীপ বিতর্ক।