India & World UpdatesHappeningsBreaking News
চিন্ময় প্রভুর আইনজীবীদের জামিন মঞ্জুর
ওয়েটুবরাক, ১৫ জানুয়ারি: চট্টগ্রাম আদালতে জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাসের ৬৫ জন আইনজীবী ।
চট্টগ্রামে আইনজীবী, পুলিশ ও বিচারপ্রার্থীদের ওপর হামলা, বিস্ফোরণ এবং গাড়ি ভাঙচুরের অভিযোগে পৃথক দুটি মামলায় জামিন পেয়েছেন তাঁরা। এর মধ্যে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মূল আইনজীবী শুভাশিস শর্মাও রয়েছেন। সোমবার দুপুরে অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আইনজীবীরা। শুনানি শেষে আদালত তাঁদের জামিন আবেদন মঞ্জুর করেন।