India & World UpdatesHappeningsBreaking News
চিনা কোম্পানির সঙ্গে চুক্তি বাতিল করে দিল ডিএফসিসিআইএল
১৮ জুন: কাজ এগোচ্ছে না, এই অভিযোগে ‘বেইজিং ন্যাশনাল রেলওয়ে রিসার্চ অ্যান্ড ডিজাইন ইনস্টিটিউট অব সিগন্যাল অ্যান্ড কম্যুনিকেশন গ্রুপ কোম্পানি লিমিটেডে’র সঙ্গে চুক্তি বাতিল করে দিল ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘ডেডিকেটেড ফ্রেইট করিডর করপোরেশন অব ইন্ডিয়া’ (ডিএফসিসিআইএল)৷ চার বছরে চিনের কোম্পানিটি মাত্র ২০ শতাংশ কাজ করতে পেরেছে বলে ডিএফসিসিআইএল সূত্রে জানা গিয়েছে৷ তাদের কথায়, একমাত্র এর দরুনই ৪৭১ কোটি টাকার প্রকল্পটি থেকে তাদের সরিয়ে দেওয়া হয়েছে৷ তারা বলেন, দফায় দফায় বৈঠক করলেও কাজের অগ্রগতি একই জায়গায় পড়ে থাকে৷
পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে দুটি ডেডিকেটেড ফ্রেইট করিডর নির্মাণের জন্য ২০১৬ সালের জুনে ভারতের রেল মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন করপোরেশন চিনের কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল৷