India & World UpdatesHappeningsCulture
চিকিৎসায় সাড়া দিলেও বিপদ কাটেনি সৌমিত্র চট্টোপাধ্যায়ের
১০ অক্টোবর: শনিবার সকাল থেকে চিকিৎসায় সাড়া দিচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। কিন্তু বিপদ কাটেনি বলেই জানিয়েছেন চিকিৎসকরা৷ কারণ কো-মর্বিডিটি এবং বয়স।
ক্যানসার জয়ী, ৮৬ বছরের অভিনেতার নানা শারীরিক জটিলতা। এরই মধ্যে করোনা আক্রান্ত হয়ে গত মঙ্গলবার বেলভিউ হাসপাতালে ভর্তি হন তিনি। অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার রাতে তাঁকে বিশেষ কেবিন থেকে স্থানান্তরিত করা হয় আইটিইউ-তে। মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে সেখানেই চিকিৎসা চলছে। শনিবার সামান্য উন্নতি হওয়ায় স্বস্তি বোধ করছেন তাঁর পরিবারের সদস্য এবং অনুরাগীরা৷