NE UpdatesHappeningsBreaking News

চা বাগানের স্কুলসমূহে ৮১৯টি শিক্ষক পদের সৃষ্টি

৪২২টি স্কুল প্রাদেশিকরণের সিদ্ধান্ত নিল মন্ত্রিসভা

ওয়েটুবরাক, ২২ মার্চ : আসামের চা বাগান এলাকায় শিক্ষার উন্নতিতে ওই সব অঞ্চলের স্কুল সমূহে ৮১৯টি পদ সৃষ্টির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা৷ এর মধ্যে ৪১৯টি এলপি স্কুল, ২টি এমই স্কুল এবং ১টি হাই স্কুলে তাঁদের নিযুক্ত করা হবে৷ বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর টুইট করে এই তথ্য দেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা৷ এ ছাড়াও, বিভিন্ন গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন প্রকল্পে নাবার্ড থেকে ৪৪১ কোটি ৮৬ লক্ষ টাকা ঋণ নেওয়ারও সিদ্ধান্ত হয় এ দিন৷

পরে এক সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রণোজ পেগু জানান, ওই ৪২২টি বাগান পরিচালিত স্কুলকে সরকার প্রাদেশিকরণ করা হবে৷ তবে বর্তমানে যারা শিক্ষক রয়েছেন, তাঁদের চাকরি প্রাশেশিকরণ হবে না, তাঁরা বাগান পরিচালিতই থাকবেন৷ ওই ৮১৯টি পদে নতুন শিক্ষক নিয়োগ করা হবে৷ এর মধ্যে ৪১৯ এলপি স্কুলে ২ জন করে, ২টি এমইতে ৩ জন করে এবং ১টি হাই স্কুলে একজন প্রধানশিক্ষক সহ ৬ জনকে নিযুক্তি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker