India & World UpdatesHappeningsBreaking News
চার সপ্তাহের জামিন মিলল চন্দ্রবাবুর
ওয়েটুবরাক, ১ নভেম্বর : তেলেগু দেশম পার্টির নেতা চন্দ্রবাবু নাইডুকে অন্তর্বর্তীকালীন জামিন দিল অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট। আদালত স্বাস্থ্যজনিত কারণে নাইডুর জামিনের আবেদন গ্রহণ করেছে। তাঁকে চার সপ্তাহের জন্য মুক্তি দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, চন্দ্রবাবু নাইডুকে স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে অর্থ আত্মসাতের মামলায় গ্রেফতার করা হয়েছিল। তিনি গত ৫২ দিন ধরে অন্ধ্রপ্রদেশের রাজমুন্দ্রি জেলে বন্দি ছিলেন। এর আগে, হাইকোর্ট টিডিপি প্রধানের দায়ের করা বেশ কয়েকটি জামিনের আবেদন খারিজ করেছিল। তবে, এবার, তাঁর অসুস্থতার কারণে চিকিৎসার জন্য অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করা হয়েছে।