NE UpdatesHappeningsBreaking News
চার রাজ্যে জেলের অবস্থার উন্নতির নির্দেশ দিল হাই কোর্ট
ওয়েটুবরাক, ৩০ ডিসেম্বর: অসম, অরুণাচল প্রদেশ, মিজোরাম ও নাগাল্যান্ড, উত্তর-পূর্বের এই চার রাজ্যে জেলের পরিস্থিতি সন্তোষজনক নয়। গৌহাটি হাই কোর্টে এমনই রিপোর্ট জমা করেছে ডিভিশন বেঞ্চ গঠিত বিশেষ কমিটি।
স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করে চার রাজ্যের জেলের পরিস্থিতি খতিয়ে দেখতে এই কমিটি গড়ে দিয়েছিল হাই কোর্ট। আসাম স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটির সদস্য সচিবের সঙ্গে কমিটিতে নিযুক্ত করা হয়েছিল গুয়াহাটি ও ডিব্রুগড়ের ডিআইজি প্রিজনকেও। তাঁরাই পরিদর্শন শেষে হাই কোর্টকে নিজেদের অসন্তোষের কথা জানিয়েছেন। সেই সঙ্গে কী কী পরিবর্তন আনা প্রয়োজন, এরও এক সুপারিশ তালিকা জমা করেছেন। হাই কোর্টের ডিভিশন বেঞ্চ ওই সব সুপারিশ কার্যকর করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী বছরের ২৯ জানুয়ারি। ওই তারিখের মধ্যে সবকটি সুপারিশের বাস্তবায়ন সম্ভব না হলে কত দিনের মধ্যে সম্ভব, তা জানাতেও বলা হয়েছে।