NE UpdatesHappeningsBreaking News
চার মাস অনিশ্চয়তার পর আলোচনায় ফের রাজি এনএসসিএন-আইএম
ওয়েটুবরাক, ১৯ সেপ্টেম্বর : চারমাস ধরে অনিশ্চতায় ঝুলিয়ে রেখে এনএসসিএন(আইএম) নাগা শান্তি আলোচনা প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে সম্মত হয়েছে। সোমবারই তাদের এক প্রতিনিধি দল আলোচনার জন্য দিল্লির উদ্দেশে রওয়ানা হচ্ছে। শনিবার প্রাক্তন জঙ্গিনেতাদের সঙ্গে দুই ঘণ্টা ধরে বৈঠকের পরে নাগাল্যান্ডের ইউনাইটেড ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সের চেয়ারম্যান টিআর জেলিয়াং এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, আলোচনার মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি ঘটাতে চায় বলে রাজ্য সরকারের এ সংক্রান্ত কোর কমিটিকে জানিয়েছিল কেন্দ্র৷ তাদের অনুরোধেই কোর কমিটি আইএম-এর সঙ্গে এই বৈঠক করে। মুখ্যমন্ত্রী নেইফিউ রিও কোর কমিটির চেয়ারম্যান, জেলিয়াং কো-চেয়ারম্যান। এনএসসিএনের পৃথক পতাকা ও পৃথক সংবিধানের দাবি কেন্দ্র এককথায় খারিজ করে দিলে সংঘর্ষবিরতিতে থাকা জঙ্গি সংগঠনটি মে মাস থেকে আলোচনা প্রক্রিয়া ঝুলিয়ে রাখে। জেলিয়াং জানান, আইএম বর্তমান মধ্যস্থতাকারী একে মিশ্রের ওপর খুশি নন। তাঁদের অভিযোগ, প্রাক্তন মধ্যস্থতাকারী এনএন রবির তৈরি ‘ফর্মুলেশন পেপার’ থেকে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়কে বাদ দিয়ে দিয়েছেন। তাঁরা অবশ্য মিশ্রের মধ্যস্থতায় থাকা নিয়ে আপত্তি করছেন না, কিন্তু জানিয়ে দিয়েছেন, আলোচনা হতে হবে রবির তৈরি পেপারকে সামনে রেখে। কোর কমিটির আশা, শীঘ্রই আলোচনা শুরু হবে এবং কথাবার্তায় সবকিছু মিটে যাবে। এনএসসিএন নেতা আরএইচ রেইসিংও সাংবাদিকদের জানিয়েছেন, তাদের এক প্রতিনিধি দল আলোচনার জন্য দিল্লি যাবে।
নাগাল্যান্ডে কেন্দ্র একই সঙ্গে দুটি আলোচনা প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। এনএসসিএন(আইএম)-র সঙ্গে চলছে ১৯৯৭ থেকে। ২০১৭ সালে শুরু হয়েছে সাত জঙ্গি সংগঠনের সমন্বিত নাগা ন্যাশনাল পলিটিক্যাল গ্রুপ (এনএনপিজি)-এর সঙ্গে। আইএমের সঙ্গে ২০১৫ সালের ৩ আগস্ট একটি চুক্তিপত্রও স্বাক্ষরিত হয়। এনএনপিজির সঙ্গে হয় ২০১৭–র ডিসেম্বরে।