NE UpdatesHappeningsBreaking News
চারা সাজানোয় শুরু, অমৃত বৃক্ষে একাধিক বিশ্ব রেকর্ড গড়ছে আসাম
ওয়েটুবরাক, ১০ সেপ্টেম্বর : একসঙ্গে একাধিক বিশ্ব রেকর্ড করতে চাইছে আসাম। এর প্রথম কর্মসূচি শনিবার সফল হয়েছে। ২২ কিলোমিটার এলাকা জুড়ে সাড়ে তিন লক্ষ চারা সর্পিল আকারে সাজানো হয়৷ রবিবার জনসাধারণের মধ্যে ওই সব চারা বিতরণ হবে৷
রাজ্যে একদিনে এক কোটি গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আগামী ১৭ তারিখ এই গাছ লাগানোর কর্মসূচি৷ ব্যাপক চারা রোপণ অভিযানের মাধ্যমে একাধিক বিশ্ব রেকর্ড গড়ছে আসাম।
এর মধ্যে স্ব-সহায়ক দলের প্রায় ৪০ লাখ মহিলা দুটি করে বাণিজ্যিকভাবে কার্যকর চারা রোপণ করবেন। তাঁরা মোট ৮০ লাখ গাছ লাগাবেন। বাকি ২০ লাখ গাছ লাগাবেন অঙ্গনওয়াড়ি কর্মী, চাবাগানের কর্মী, সরকারি কর্মী এবং আধিকারিক, পুলিশ এবং বনবিভাগের লোকজন। এছাড়াও রাজ্যের সাধারণ মানুষও বৃক্ষরোপণ করবেন৷
এক সঙ্গে এতগাছ লাগিয়ে ৯টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করার চেষ্টা করা হচ্ছে। ৬টি বিশ্ব রেকর্ড ভেঙে নতুন আরও তিনটি রেকর্ড গড়বে আসাম।
তারা যে রেকর্ড করতে চলেছে তার মধ্যে আছে, একটি জায়গা থেকে একদিনে সবচেয়ে বেশি গাছের চারা বিতরণ করা, এক ঘণ্টায় সবথেকে বেশি বৃক্ষরোপণ করা, ২৪ ঘণ্টায় সবথেকে বেশি গাছ লাগানো, এক ঘণ্টায় সবচেয়ে বেশি দল নিয়ে গাছ লাগানো, গাছ লাগানোর ক্ষেত্রে সব থেকে বড় ফটো অ্যালবাম তৈরি করা, তাদের রক্ষার জন্য গাছ লাগানোর সবচেয়ে বেশি অঙ্গীকার নেওয়া।
এছাড়াও গান্ধী জয়ন্তীতেও আরও বেশি করে সবুজায়নের জন্য বৃক্ষরোপণ করার কর্মসূচিও গ্রহণ করা হয়েছে। আগামী ৫ বছরের মধ্যে সেখানে সবুজায়ন করার বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। আরও ২ শতাংশ জমিতে গাছ লাগিয়ে অরণ্যর পরিমাণ ৩৮ শতাংশ করার লক্ষ্য নেওয়া হয়েছে৷
এই কারণেই মূলত ‘অমৃত বৃক্ষ আন্দোলন’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যে গাছগুলি লাগানো হচ্ছে সেগুলি ঠিকমত দেখভাল করার দায়িত্ব দেওয়া হচ্ছে বৃক্ষরোপণকারীদেরই। এই জন্য তাদের ২০০ টাকা করে ভাতা দেওয়া হবে৷