NE UpdatesHappeningsSports
চাকরি নয়, ক্রীড়া পেনশন পাবেন কবিতা দেবী, সঙ্গে অন্য পদকজয়ীরাও
ওয়েটুবরাক, ১৯ জুলাই ঃ বরাক উপত্যকার পনেরো প্রতিনিধির নীরবতায় কাছাড় জেলার লক্ষীপুরের কবিতা দেবীর জন্য চাকরি চাইলেন বড়োল্যান্ডের কলাইগাঁওয়ের বিধায়ক দুর্গাদাস বড়ো। তিনি আজ সোমবার বিধানসভায় জানান, কবিতা দেবী নেপালের সাফ গেমসে দুটি স্বর্ণপদক লাভ করেছিলেন। সেই প্রতিভাধর খেলোয়াড়কে এখন দুঃখকষ্টে দিন কাটাতে হচ্ছে। তাঁর একটা চাকরির ব্যবস্থা করা হলে ভাল হয়। যে খেলোয়াড় আসামের মুখ উজ্জ্বল করেছেন, তাঁর প্রতি সরকারের দৃষ্টি দেওয়া দরকার বলেও মন্তব্য করেন তিনি।
তাঁর জবাবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, চাকরি নয়, তাঁকে ক্রীড়া পেনশন দেবে সরকার। সেইসঙ্গে জানান, কবিতা দেবীর মত বহু পদকজয়়ী খেলোয়াড়ের কথা জানা যায়, যারা স্টলে চাকরি করেন কিংবা অন্যের বাসন মাজেন। তাঁদের ক্রীড়া পেনশন প্রদান করা হবে৷
তিনি দুর্গাবাবুকেই দায়িত্ব দেন, যে কোনও ইভেন্টের ন্যাশনাল মিট বা তদূর্ধ্ব প্রতিযোগিতায় যারা কোনও সময় পদক জিতেছিলেন, তাঁদের একটি তালিকা দিতে। সেই তালিকা এক হাজার জনের হলেও সরকার সবাইকে ক্রীড়া পেনশন দেবে।
মুখ্যমন্ত্রী এ দিন বিধানসভায় ঘোষণা করেন, বর্তমানে ক্রীড়া পেনশন হিসাবে আট হাজার টাকা দেওয়া হয়। এখন একে দশ হাজার টাকায় বর্ধিত করা হল। পাশাপাশি এ কথাও ঘোষণা করেন, আগামী দিনে যারাই কোনও ইভেন্টের ন্যাশনাল মিট বা তদূর্ধ্ব প্রতিযোগিতায় পদক জিতবেন, তাঁদের সবাইকে সরকার চাকরি দেবে। তাঁর এই ঘোষণায় ক্রীড়াবিদ ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে সন্তোষ দেখা দেয়।