HappeningsBreaking News

চাকরিতে বরাক বঞ্চনার প্রতিবাদে ধরনা দিল কংগ্রেস

ওয়েটুবরাক, ১০ নভেম্বর : চাকরিতে বঞ্চনা এবং মেঘালয়ে অজনজাতিদের হেনস্তা ইস্যুতে বুধবার কংগ্রেস বরাক ব্যাপী আন্দোলনে নামে৷ শিলচর জেলা কংগ্রেস কমিটির তরফে ক্ষুদিরামের মূর্তির পাদদেশে ধরনা দেওয়া হয়৷ পরে জেলা প্রশাসনের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশে স্মারকলিপি পাঠান তাঁরা৷ তাতে তৃতীয় ও চতুর্থ শ্রেণির নিযুক্তির ক্ষেত্রে জেলা ভিত্তিক বোর্ড গড়ে পরীক্ষার মাধ্যমে সেরাদের বাছাই করে নিযুক্তি দেওয়ার দাবি করেন৷ ধরনায় বক্তব্য রাখেন দুই বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর ও খলিলুদ্দিন মজুমদার, জেলা কংগ্রেস সভাপতি তমালকান্তি বণিক, কৃষ্ণপদ দত্ত, সীমান্ত ভট্টাচার্য প্রমুখ৷ তাঁরা বলেন, সমস্যায় আষ্টেপৃষ্ঠে আঁকড়ে ধরেছে বরাক উপত্যকাকে৷ বিজেপি সরকার উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই অঞ্চলকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে৷ অথচ নিজের এলাকার বেকার যুবক-যুবতীদের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের ন্যূনতম দরদ নেই৷ তাঁরা এই অবস্থাতেও মুখ খুলছেন না৷ না সাংসদ, না বিধায়ক৷ বরং সরকারকে ইন্ধন জোগাতে উপত্যকার ছেলেমেয়েদের মেধা নিয়ে প্রশ্ন তুলছেন৷

একই ইস্যুতে করিমগঞ্জেও ধরনায় বসে কংগ্রেস৷ জেলা সভাপতি রজত চক্রবর্তী বলেন, ইচ্ছাকৃতভাবে রাজ্য ভিত্তিক পরীক্ষার নামে বরাক উপত্যকার ছেলেমেয়েদের চাকরি থেকে বঞ্চিত করা হচ্ছে৷ বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ কড়া সুরে এ ব্যাপারে সরকারকে সতর্ক করে দেন৷ দাবি করেন, নির্বাচনী প্রতিশ্রুতি মেনে তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদে একশো শতাংশ জেলাভিত্তিক নিয়োগ করতে হবে৷

হাইলাকান্দিতেও তিনঘণ্টার অবস্থান ধর্মঘট পালন করল কংগ্রেস৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker