NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
চরম সঙ্কটেও সেরা, পাঁচগ্রাম কেভি-র তিন ছাত্রকে সংবর্ধনা
২২ ডিসেম্বরঃ কাছাড় পেপার মিল চার বছর ধরে বন্ধ। এর দরুন মিলের কর্মচারীরা চরম সঙ্কটে। আক্ষরিক অর্থেই, খাওয়া-পরার সঙ্কটে তাঁরা। এর প্রভাব পড়েছে পরিবারের সন্তানের ওপর, তাদের পড়াশোনার ওপর। এর ওপর, এ বার ছিল কোভিড যন্ত্রণা। এই অবস্থাতেও পাঁচগ্রাম কেন্দ্রীয় বিদ্যালয়ের তিন ছাত্র দশম শ্রেণির পরীক্ষায় 96 শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে। এরা হল রৌমদীপ ভট্টাচার্য, নাসরিনা পারভিন এবং বৈশালী ধর।
কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন তাদের কৃতিত্ব স্বীকার করে তাদের প্রত্যেকের হাতে পাঁচ হাজার টাকার চেক তুলে দেন। অধ্যক্ষ দীনেশ চন্দ্র মিনা বলেন, এটিও এক ধরনের ছাত্রবৃত্তি। তিনি ছাত্রছাত্রীদের আন্তরিক ধন্যবাদ জানান। ছাত্রছাত্রীরাও নিজেদের অভিমত-অভিজ্ঞতা তুলে ধরেন। অধ্যক্ষ মিনা বলেন, তিন বছর ধরেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কেভি পাঁচগ্রামে একশো শতা্ংশ পরীক্ষার্থী পাশ করছে।