Barak UpdatesAnalyticsCultureBreaking News
চব্বিশের পুজো : বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে মণ্ডপ উধারবন্দ হাসপাতাল রোডে
ওয়ে টু বরাক, ১৭ সেপ্টেম্বর : উধারবন্দ হাসপাতাল রোডের পুজো এ বার ৫৬তম বর্ষে। বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করছে উধারবন্দ হাসপাতাল রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটি। ৮০ ফুট প্রস্থ ও ৭৮ ফুট দৈর্ঘের বিশাল মণ্ডপের কাজ বর্তমানে জোর গতিতে চলছে। মণ্ডপের ভেতরে থাকবে পরীর দেশ। বাইরে উড়াল সেতু ও ইরানের সুবিখ্যাত আজাদি টাওয়ার। প্রতিমা তৈরি করা হচ্ছে বোতাম দিয়ে। তাছাড়া ভগবান শ্রীকৃষ্ণের জন্মের পর তাঁকে মাথায় নিয়ে বাসুদেবের নদী পার হওয়ার দৃশ্যও থাকবে।
পুজো কমিটির কর্মকর্তারা জানিয়েছেন, মণ্ডপের কাজ ৮০ শতাংশ শেষ হয়ে গেছে। চতুর্থীর দিনই মণ্ডপ উদ্বোধন করা হবে। মণ্ডপের পাশে মুক্তমঞ্চে পুজোর কয়দিন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোক সজ্জার ক্ষেত্রেও দর্শনার্থীদের জন্য চমক অপেক্ষা করছে।