Barak UpdatesHappeningsBreaking News

চব্বিশের টিকিট নিয়ে ভাবছেন না ডা. রাজদীপ

ওয়েটুবরাক, ২৭ এপ্রিল : গত বছরের বন্যার সময় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংসদ ডা. রাজদীপ রায় সম্পর্কে বিরূপ মন্তব্য করলে তা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছিল৷ তখন থেকেই চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপির টিকিট কে পাবেন, সে নিয়ে চর্চা শুরু হয়৷ একই সময়ে প্রাক্তন ডেপুটি স্পিকার দিলীপকুমার পালকে মুখ্যমন্ত্রী হিমন্তের জড়িয়ে ধরার ছবি ওই আলোচনায় নতুন ইন্ধন জোগায়৷ ইদানিং  দিলীপবাবুর দলে ফেরার সম্ভাবনা দেখা দিতেই শহরের একাংশ মানুষ তাঁকে নিয়ে নতুন স্বপ্ন দেখছেন৷ এর মধ্যে আবার রাজ্যসভার তৃণমূল কংগ্রেস সাংসদ সুস্মিতা দেবের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন রয়েছে, তিনি পদ্মবাগানে প্রবেশের প্রক্রিয়া শুরু করে দিয়েছেন৷ কারণ রাজ্যসভার উপনির্বাচনে তৃণমূল তাঁকে টিকিট দিলেও ত্রিপুরায় চরম ব্যর্থতার পর ফের রাজ্যসভায় পাঠাতে চাইবে না৷ লোকসভা নির্বাচনে শিলচরে মমতা বন্দ্যোপাধ্যায় সুস্মিতাকেই টিকিট দেবেন, এটা নিশ্চিত৷ কিন্তু তৃণমূলের একক প্রার্থী বা সম্মিলিত বিরোধী দলের  প্রার্থী হলেও শিলচরে বিজেপির কাছ থেকে আসন ছিনিয়ে নেওয়া এই সময়ে চাট্টিখানি কথা নয়৷ তাহলে কি তিনি নিজের রাজনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত করতে হিমন্তদার পুরনো প্রস্তাবের সূত্র ধরে বিজেপিতেই যোগ দেবেন সন্তোষতনয়া?

Rananuj

এতসব যদি-কিন্তু, সম্ভাবনা-আশঙ্কা মাথায় রেখেও রাজদীপ বলেন, “দলের সবুজ সংকেত পেয়ে গিয়েছি৷ টিকিট নিয়ে মোটেও ভাবছি না৷ এখন জনসংযোগেই বিশেষ গুরুত্ব দিয়েছি৷” তিনি আগামী ১৫ মে থেকে টানা একমাস নিজের সংসদীয় এলাকার সবকটি জিপিতে যাবেন৷ তখন সকল পঞ্চায়েতের সমস্যা জানা যাবে৷ ভোট ঘোষণা পর্যন্ত ওই সব সমস্যা সমাধানে সচেষ্ট থাকবেন বলে জানিয়ে দেন৷

ডা. রাজদীপ বলেন, শুরু থেকেই তিনি এই অঞ্চলের স্বাস্থ্য পরিকাঠামোকে বিশেষ গুরুত্ব দিয়ে চলেছেন৷ এ বার তিনি লোকসভার অধিবেশন থেকে এসেই স্বাস্থ্যবিষয়ক দুটি সভা করেন৷ একটি মেডিক্যাল কলেজে, অন্যটি সিভিল হাসপাতালে৷ তাঁর বক্তব্য, দুই প্রতিষ্ঠানের ব্যাপারে আগামী রবিবার স্বাস্থ্যমন্ত্রী শিলচরে এলে তিনি গুরুত্ব সহ কথা বলবেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker