Barak UpdatesHappeningsBreaking News
চক্ষু বিশেষজ্ঞের বিরুদ্ধে শিশু রোগীকে চড় মারার অভিযোগ, মামলা-পাল্টা মামলা

ওয়েটুবরাক, ১৫ এপ্রিল: চক্ষু বিশেষজ্ঞের বিরুদ্ধে আড়াই বছরের রোগীকে চড় মারার অভিযোগে অসমের শিলচর শহরে চাঞ্চল্য ছড়িয়েছে। শিশুটির মা সুজাতা সাহা চিকিৎসকের বিরুদ্ধে পুলিশে এজাহার দিয়েছেন। পাল্টা এজাহার দায়ের করেন ডা. হৈমন্তী চৌধুরীও।
সুজাতার অভিযোগ, সোমবার তাঁর আড়াই বছরের শিশুর চোখে কিছু সমস্যা দেখা দিলে তারা স্বামী-স্ত্রী তাকে নিয়ে চৌধুরী আই ক্লিনিকে যান। সেখানে ডা. হৈমন্তী চৌধুরী চোখ উল্টে দেখার সময় শিশুটি তাঁর হাতে ধরেন। এতেই ক্ষিপ্ত হয়ে হৈমন্তী একে একে সাত চড় মারেন। তিনি আপত্তি জানালে চিকিৎসা না করেই তাঁদের বার করে দেওয়া হয় বলেও সুজাতা জানান।
হৈমন্তী পুলিশকে বলেন, চোখে বাইরের কিছু পড়লে চেপে ধরেই তা বার করতে হয়। তা করতে যেতেই শিশুর মায়ের আপত্তি। হইচই বাঁধান সাহা দম্পতি। হৈমন্তী এবং তাঁর পিতা তথা চৌধুরী আই ক্লিনিকের কর্ণধার এইচকে চৌধুরী চড় মারার অভিযোগ অস্বীকার করেন। পাল্টা মামলায় তাঁরা প্রতিষ্ঠানের বদনাম করার অভিযোগ আনেন।