NE UpdatesHappeningsBreaking News
ঘুষ কাণ্ডে সিবিআইর জালে জিএসটি কমিশনার
ওয়ে টু বরাক প্রতিবেদন, ২৯ সেপ্টেম্বর : ঘুষ নেওয়ার অভিযোগে গুয়াহাটির জিএসটি কমিশনার শক্তিভেল রাজুকে গ্রেফতার করল সিবিআই। একইসঙ্গে আরেক ব্যবসায়ীকেও গ্রেফতার করেছে তদন্তকারী দল। জানা গেছে, বুধ ও বৃহস্পতিবার দু’দিন সিবিআই আধিকারিকরা গুয়াহাটির জিএসটি ভবনে তল্লাশি অভিযান চালিয়েছেন। এই তল্লাশির সময় বিভিন্ন বিষয়ে বেশ কিছু অসঙ্গতি সিবিআই কর্তাদের নজরে আসে। এর সঙ্গে জিএসটি ভবনের আবেদন শাখার কমিশনার এস রাজুর যোগসূত্র থাকায় তাঁকে গ্রেফতার করেন আধিকারিকরা। এর পাশাপাশি বেশ কিছু নথিপত্রও বাজেয়াপ্ত করেছেন সিবিআই আধিকারিকরা।
একটি সূত্রে জানা গেছে, উত্তরপূর্ব সীমান্ত রেলের নির্মাণ কাজের সঙ্গে যুক্ত থাকা এক ব্যক্তি কমিশনার ও তিনজন মধ্যভোগীর বিরুদ্ধে একট অভিযোগ দায়ের করেছিলেন। এ সংক্রান্ত একটি বিল জিএসটি শাখায় পেশ করা হয়েছিল। সূত্রের খবর অনুযায়ী, ডিব্রুগড়ের জিএসটি অতিরিক্ত কমিশনার তাঁর কাছে সার্ভিস ট্যাক্স হিসেবে ৪৮ লক্ষ ৪৩ হাজার ৩৪ টাকা উল্লেখ করেন। এই নির্দেশের বিপরীতে অভিযোগকারী কমিশনারের কাছে একটি আবেদন করেন।
এ সংক্রান্ত অভিযোগে আরও বলা হয়, এ সংক্রান্ত একটি শুনানির সময়ই কমিশনার এক মধ্যভোগীর মাধ্যমে ওই ব্যক্তির কাছে সাড়ে ৪ লক্ষ টাকা ঘুষ হিসেবে দাবি করেন। কিন্তু পরবর্তীতে তাদের মধ্যে আলোচনায় এই ঘুষের অঙ্ক ৩.৮৩ লক্ষে স্থির হয়। এই অভিযোগ পাওয়ার পরই সিবিআই আধিকারিকরা তাঁকে হাতেনাতে ধরার জন্য একটি জাল তৈরি করেন। কমিশনারের পক্ষে এক ব্যবসায়ী মহাবীর জৈন নির্ধারিত টাকা নেওয়ার সময়ই সিবিআইর জালে পড়ে যান। পরে কমিশনারকেও গ্রেফতার করে সিবিআই। জিএসটি কমিশনারের এই ঘুষ কাণ্ডে সারা রাজ্যে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।