Barak UpdatesHappeningsBreaking News
ঘুংঘুরে জানুয়ারিতে হবে রুদ্র মহাযজ্ঞ, প্রস্তুতি বৈঠক
ওয়েটুবরাক, ১৬ অক্টোবর : আজ রবিবার পশ্চিম সোনাইর কুয়ারপার দুর্গামন্ডপে এলাকার বিশিষ্ট নাগরিকদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সবাই আগামী জানুয়ারি মাসে রুদ্র মহাযজ্ঞ আয়োজনের সংকল্প গ্রহণ করেন। পণ্ডিত আনন্দ প্রসাদ দ্বিবেদী হাত তুলে উপস্থিত জনগণকে রুদ্র মহাযজ্ঞে অংশগ্রহণের জন্য সংকল্প পাঠ করান। রবিবার ঘুংঘুর মন্ডপ চত্বরে অবস্থিত শিব মন্দিরে পূজা ও ওমকার ধ্বনির মধ্য দিয়ে সভা শুরু হয়। সভায় প্রবীণ সাংবাদিক ও সমাজসেবী দিলীপ কুমার রুদ্র যজ্ঞের গুরুত্ব ও উপকারিতা নিয়ে বক্তব্য রাখেন। আলোচনা শেষে স্থানীয় সমাজসেবী প্রদীপ নাগের ঘুংঘুর সড়কের পাশে অবস্থিত জমিটি যজ্ঞস্থলের জন্য নির্ধারণ করা হয়। সভায় সিদ্ধান্ত হয়, মহাযজ্ঞের পাশাপাশি শিব মহাপুরাণ নিয়ে একটি বক্তৃতানুষ্ঠান এবং রাতে রামলীলা মঞ্চস্থ করা হবে।
আগামী ৬ নভেম্বর রুদ্র মহাযজ্ঞ আয়োজনের জন্য মূল কমিটি গঠন করা হবে। তবে এ দিনের সভায় ৭ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন দার্বি, মণিপুর, রতনপুর ও পথিনী চা বাগানের আবাসিক নির্দেশক কমলেশ সিং, শিলকুড়ি-শিলডুবি রোড ইটভাটা সংস্থার সভাপতি প্রদীপ নাগ, শিল্পপতি রাজেন্দ্র জিন্দাল, সমাজসেবী কাঞ্চন নুনিয়া, তপেশ্বর সিং, সঞ্জীব সিনহা এবং দিলীপ কুমার। সভায় স্থানীয় লোকগান গায়ক কানাই গোয়ালা রামায়ণের কিছু অংশ লোকগীতের মাধ্যমে পরিবেশন করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন রামনারায়ণ নুনিয়া, দিলীপ কুমার, কাঞ্চন নুনিয়া, ডা. রীতা সিং, সীমা কুমার, রাজেন্দ্র পান্ডে, শ্রীরাম নুনিয়া, প্রদীপ কুর্মি, চন্দ্রমা কৈরি, সুভাষ চৌহান, পৃথ্বীরাজ গোয়ালা, গণেশ লাল ছেত্রী, জওহরলাল পান্ডে, পঞ্চম নুনিয়া, নির্মল গোয়ালা, বিমল নুনিয়া, সুজিত নুনিয়া, কল্যাণ হাজাম, জগদীশ চৌহান, রামচরণ চৌহান, প্রভুনাথ সোনার, রাজকুমার নুনিয়া, অজয় নুনিয়া, মহাদেব নুনিয়া, রমেশ নুনিয়া, দয়ারাম নুনিয়া, রিতেশ নুনিয়া, আকাশ যাদব প্রমুখ।