Barak UpdatesHappeningsBreaking News
ঘরের মানুষদের সঙ্গে এ কী রকম শত্রুতা, তামাকবিরোধী দিবসে প্রশ্ন কান্নান-কীর্তি-ভাস্করের
ওয়েটুবরাক, ৩১ মে : বিড়ি, সিগারেট, জর্দা, গুটখা খেয়ে কোনও আনন্দ নেই৷ খেতে শুরু করার কিছুদিনের মধ্যেই সবাই তা বুঝতে পারেন৷ হতাশা থেকে যারা নেশা করতে শুরু করেন, তারাও দ্রুত বুঝে যান, তামাক সেবনে মুক্তি মেলে না৷ আনন্দ বা হতাশা, যে কারণেই যারা নেশা করতে শুরু করেন, তারা খুব কম দিনেই এর থাবা থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন৷ কিন্তু খুব কম মানুষই সফল হন৷
তামাক বিরোধী দিবসে মঙ্গলবার গুরুত্বের সঙ্গে কথাগুলি বললেন কাছাড় ক্যানসার হাসপাতালের ডিরেক্টর পদ্মশ্রী রবি কান্নান, কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি, শিলচর মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. ভাস্কর গুপ্ত, স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডা. আশুতোষ বর্মন প্রমুখ৷
তামাকসেবনের বিরুদ্ধে সজাগতা বাড়াতে শিলচর জেলা স্বাস্থ্যবিভাগের পক্ষ থেকে এ দিন সকালে এক পদযাত্রা অনুষ্ঠিত হয়৷ গান্ধীবাগের সামনে ডা. কান্নানকে সঙ্গে নিয়ে এর ফ্ল্যাগঅফ করেন জেলাশাসক জল্লি৷ সেন্ট্রাল রোড, প্রেমতলা হয়ে পদযাত্রা শিলচর সিভিল হাসপাতালে গিয়ে সমাপ্ত হয়৷ সেখানে সকলকে তামাক থেকে দূরে থাকার শপথবাক্য পাঠ করান ডা. কান্নান৷ পদযাত্রায় আশাকর্মী, এনসিসি, লায়ন্স ক্লাব সহ বিভিন্ন সংস্থা-সংগঠন, স্কুলছাত্ররা অংশ নেন৷ বিশেষ উদ্যোগ নেয় আসাম ক্যানসার কেয়ার সোসাইটিও৷
ডা. কান্নান বলেন, শুধু ৩১ মে তামাকবিরোধী দিবস পালন করলে হবে না৷ প্রতিটি দিন প্রত্যেককে তামাকবিরোধী থাকতে হবে৷ তাঁর কথায়, বিড়ি, সিগারেট, জর্দা, গুটখা ইত্যাদি একবার শুরু করলে আর যেহেতু চেষ্টা করেও ছাড়ানো যায় না, তাই সকলের এই সব নেশাদ্রব্য গ্রহণ শুরুই না করা উচিত৷ তিনি জানান, আজীবন চেষ্টা করে মাত্র পাঁচ শতাংশ মানুষ পারেন নেশার শৃঙ্খল থেকে বেরিয়ে আসতে৷
ডা. ভাস্কর গুপ্ত বলেন, বিড়ি-সিগারেট খেয়ে শুধু যে নিজের টিবি-ক্যান্সার বা হৃদরোগ ডেকে আনা হয়, তাই নয়৷ পরিবারের প্রিয়জনদের সঙ্গেও শত্রুতা করা হয়৷ তাঁদেরও জটিল রোগের দিকে এগিয়ে দেওয়া হয়৷ একজনের ধূমপানের প্রভাব পরিবারের অন্যদের ওপরও পড়ে৷ তাই ঘরের মানুষদের সঙ্গে এই শত্রুতা কী করে হয়, বিস্মিত তিনি৷ বিস্ময় প্রকাশ করেন উপস্থিত অন্যান্য বিশিষ্টজনও৷
পদযাত্রায় অংশ নেন ক্যানসার হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রিতেশ তাপকিরে, স্বাস্থ্য বিভাগের ডিস্ট্রিক্ট মিডিয়া এক্সপার্ট ড. গুলবাহার রাজও৷