Barak UpdatesHappeningsBreaking News

ঘরবন্দি থেকে করোনার লড়াইয়ে শহর শিলচর

২২ মার্চ : করোনা ভাইরাস ঠেকাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকা জনতা কার্ফু শুরু হয়েছে দেশজুড়ে। এতে সামিল হয়েছে বরাক উপত্যকার শহর শিলচরও।সকাল ৭টায় কার্ফুর সময় শুরু হতেই রাস্তাঘাট শুনশান হয়ে পড়ে। প্রতিটি মানুষ নিজেকে ঘরবন্দি রেখে এই ভাইরাসকে রুখে দিতে সতর্ক হয়ে পড়েন।

রবিবার ভোরে অন্যদিনের মতো শহরের রাস্তায় প্রাতঃভ্রমণকারী অনেককে দেখা যায়। এই সংখ্যা অন্যদিনের তুলনায় কিছু কম হলেও ৭টা বাজতেই সবাই ঘরে ঢুকে পড়েন। সাধারণভাবে রাজনৈতিক বনধ হলে পাড়ার মোড় বা আধখোলা দোকানের সামনে কিছু অত্যুৎসাহীকে দেখা যায়। কিন্তু এই জনতা কার্ফুতে সেই লোকরাও সকালে আড্ডায় মশগুল না হয়ে ঘরমুখো হয়েছেন।

শহর শিলচরে সকালে রাস্তার পাশে কোনও চা বিক্রেতাকে দেখা যায়নি। দেবদূত সংলগ্ন বাসস্ট্যান্ডও খালি পড়েছিল। সদরঘাট, দেবদূত পয়েন্ট, প্রেমতলা, হাসপাতাল রোড, রাঙ্গিরখাড়ি পয়েন্টে টহলরত রয়েছে সিআরপিএফ। হঠাৎ করে পথচলতি কোনও মানুষকে দেখলে তাকে ঘর ছেড়ে রাস্তায় বেরোনোর কারণ জিজ্ঞেস করছেন জওয়ানরা। এমনকি একটা দুটো মোটর বাইক রাস্তায় দেখা গেলেও সেগুলো আটকে দিচ্ছেন নিরাপত্তা জওয়ানরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker