NE UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News

গৌহাটি হাই কোর্টের নতুন প্রধান বিচারপতি রাশমিন এম ছায়া

ওয়েটুবরাক, ২০ জুন : গৌহাটি হাই কোর্টের প্রধান বিচারপতি পদে নিযুক্ত হলেন বিচারপতি রাশমিন মানহরভাই ছায়া৷ তিনি এতদিন গুজরাট হাই কোর্টের বিচারপতি দায়িত্ব পালন করছিলেন৷ রবিবারই ছায়ার পদোন্নতি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়৷ এতদিন বিচারপতি এন কোটিশ্বর সিংহ গৌহাটি হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব সামলাচ্ছিলেন৷

Rananuj

রবিবার একসঙ্গে পাঁচ বিচারপতি হাই কোর্টের প্রধান বিচারপতি পদে উন্নীত হলেন৷ বিপিন সাংহি দিল্লি হাই কোর্ট থেকে উত্তরাখণ্ডের প্রধান বিচারপতি, আমজাদ এ সৈয়দ বোম্বে হাই কোর্ট থেকে হিমাচল প্রদেশের প্রধান বিচারপতি এবং সিন্ধে শম্ভাজি শিবাজি বোম্বে হাই কোর্ট থেকে রাজস্থানের প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন৷ তেলেঙ্গানা হাই কোর্টের বিচারপতি উজ্জ্বল ভুইয়া অবশ্য একই হাই কোর্টে প্রধান বিচারপতি পদে উন্নীত হলেন৷ এতদিন তেলেঙ্গানা হাই কোর্টের প্রধান বিচারপতি পদে ছিলেন সতীশ চন্দ্র শর্মা৷ তাঁকে দিল্লি হাই কোর্টের প্রধান বিচারপতি পদে নিযুক্ত করা হয়েছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker