NE UpdatesAnalyticsBreaking News
গুয়াহাটি থেকে শীঘ্রই ঢাকা ও কাঠমান্ডুতে আন্তর্জাতিক বিমান পরিষেবা
গুয়াহাটি, ২৮ জুন : অসমের পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলের বিমান যাত্রীদের জন্য সুখবর। গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ বিমানবন্দর থেকে শীঘ্রই শুরু হবে আন্তর্জাতিক বিমান পরিষেবা। অসম থেকে আন্তর্জাতিক বিমান পরিষেবা সম্প্রসারণ নিয়ে শুক্রবার গুয়াহাটিতে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন রাজ্যের পরিবহন মন্ত্রী কেশব মহন্ত এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের শীর্ষকর্তারা।
এই বৈঠকে টাটা গ্রুপের অধীনে এয়ার ইন্ডিয়া লিমিটেড পরিচালিত অসামরিক বিমান পরিবহন সংস্থাটির কর্পোরেট অ্যাফেয়ার্স কর্তা সুনীল যোশি ও নেটওয়ার্ক প্ল্যানিং এর প্রধান শশী চেতিয়া অংশগ্রহণ করেন। বৈঠকে অসম থেকে আন্তর্জাতিক বিমান পরিষেবা সম্প্রসারণের ইচ্ছা প্রকাশ করে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের শীর্ষ স্তরের এই দুই আধিকারিক গুয়াহাটি থেকে ক্রমান্বয়ে ঢাকা ও কাঠমান্ডু পর্যন্ত বিমান পরিষেবা চালু করার প্রস্তাব পেশ করেন।
ইতিমধ্যে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক থেকে সবুজ সংকেত পেয়ে টাটা গ্রুপের এই বিমান সংস্থাটি রাজ্য সরকারের কাছ থেকেও সম্মতি চেয়ে আবেদন জানিয়েছে। এ ব্যাপারে খুব শীঘ্রই এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের পক্ষ থেকে সম্ভাব্য বিমান ভাড়া সহ অন্যান্য কারিগরি দিক উল্লেখ করে যাবতীয় প্রস্তাব রাজ্য সরকারের কাছে পেশ করা হবে বলে বিমান সংস্থার দুই কর্তা বৈঠকে উল্লেখ করেন।
বৈঠকে উপস্থিত রাজ্য সরকারের পরিবহণ মন্ত্রী কেশব মহন্তকে তারা জানান, গুয়াহাটি থেকে ঢাকা ও কাঠমান্ডু পর্যন্ত বিমান পরিষেবা খুব শীঘ্রই চালু করার জন্য বিমান সংস্থার পক্ষে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এছাড়া আগামী দিনে গুয়াহাটি-সিঙ্গাপুর এবং গুয়াহাটি-ব্যাংকক বিমান পরিষেবা চালু করার জন্য দুই কর্তা আগ্রহ ব্যক্ত করেছেন।