NE UpdatesHappeningsBreaking News
গুয়াহাটিতে গাড়িতে বসে পুলিশের মদ্যপান, কড়া ব্যবস্থা গ্রহণের নির্দেশ
ওয়েটুবরাক, 30 অক্টোবরঃ গুয়াহাটি মহানগরে সরকারি গাড়িতে চড়ে খাকি পোশাকে টহল দেওয়ার এক পুলিশকর্মী গাড়িতে বসে মদ্যপান করছিলেন। কোনও সূত্রে সেই দৃশ্য ক্যামেরাবন্দি হয়ে পড়ে। পরে সেই ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে যায়। নজরে পড়ে পুলিশপ্রধান জিপি সিংহের। সামাজিক মাধ্যমেই তিনি জানান, ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে।
এক্স হ্যান্ডলে জিপি সিংহ লিখেছেন, সেই সময়ে ডিউটিতে ছিলেন কিনা, তা বিচার্য নয়, খাকি পোশাক পরে মদ খেলেই শাস্তি পেতে হবে। এ ব্যাপারে তাঁরা জিরো টলারেন্স নীতি নিয়ে চলেছেন। এ ক্ষেত্রেও ব্যতিক্রম হবে না। পুলিশ প্রধান বলেন, আইন মেনে কঠোরতম বিভাগীয় ব্যবস্থা গ্রহণেরই নির্দেশ দেওয়া হয়েছে।