India & World UpdatesBreaking News
গুলিবিদ্ধ জঙ্গি নেতা, ইম্ফলে বিশাল মার্টের সামনে বিস্ফোরণ
১৩ ডিসেম্বর : কুকি রিভল্যুশনারি আর্মির এক নেতা বৃহস্পতিবার বিকেলে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর খবর পাওয়া গেছে। মণিপুরের কংপকপাই জেলার পাহাড় ঘেরা সাইকুল শহরে দুই বন্দুকধারীর গুলিতে তার মৃত্যু হয়। এই জঙ্গি সংগঠনটিকে চুক্তি ভাঙার কারণে নিষিদ্ধ ঘোষণা করেছে মণিপুর ও কেন্দ্র সরকার। মৃত জঙ্গি নেতা হেমখোথাং মিসাও ওরফে টি এইচ মিসাও। সে কেআরএ জঙ্গি সংগঠনের তথ্য ও প্রচার সম্পাদক বলে জানা গেছে। এ দিন বিকেল আনুমানিক সাড়ে চারটে নাগাদ
এই ঘটনাটি ঘটেছে সাইকুল থানা থেকে ৪০ গজ দূরত্বে থাকা একটি চক্যের দোকানের ভেতরে। মৃত জঙ্গির মাথা, গলা ও হাতে গুলি লেগেছে বলে জানা যায়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। তবে তাকে কে বা কারা খুন করেছে তা এখনও জানা যায়নি। এ পর্যন্ত কোনও ব্যক্তি বা সংগঠন হত্যার দায় স্বীকার করেনি। পুলিশ এ মর্মে একটি মামলা দায়ের করেছে।
এ দিকে, বৃহস্পতিবার সকালে ইম্ফলের চিংমেইরঙ এলাকায় বিশাল মেগামার্টের সামনে একটি হ্যান্ড গ্রেনেড বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পাঁচ তলা বিশিষ্ট ভবনটি থেকে মাত্র কয়েক মিটার দূরত্বে এই বিস্ফোরণ ঘটে। তবে তখনও মল খোলেনি। তবে বিস্ফোরণে কোনও ক্ষয়ক্ষতি খবর পাওয়া যায়নি।