Barak UpdatesHappeningsBreaking News
গুরুচরণ বিশ্ববিদ্যালয়, সরকারি বিজ্ঞপ্তি জারি
ওয়েটুবরাক, 11 জানুয়ারিঃ আসাম বিধানসভায় পাশ হওয়ার পর গত 22 নভেম্বর গুরুচরণ বিশ্ববিদ্যালয় আইনে রাজ্যপাল স্বাক্ষর করেছেন। এ বার প্রকাশিত হল সরকারি বিজ্ঞপ্তি বা গেজেট নোটিফিকেশন। তাতে বলা হয়েছে, গুরুচরণ কলেজকেই বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হলো। এখানে ক্লাশরুমে নিত্য পঠনপাঠনের সঙ্গে থাকবে দূরশিক্ষারও ব্যবস্থা। আসাম সরকারের অনুমতি সাপেক্ষে প্রাদেশিকীকৃত কোনও কলেজকে নতুন এই বিশ্ববিদ্যালয় তার কনস্টিটুয়েন্ট কলেজ হিসেবে নিতে পারবে। গোটা রাজ্যই তার বিচরণক্ষেত্র হতে পারে। আসামের রাজ্যপাল পদাধিকারবলে তাঁর আচার্য হবেন। উপাচার্য নিযোগের জন্য রাজ্যপাল একটি অ্যাডভাইজরি বোর্ড গঠন করবেন। তিন সদস্যের বোর্ডে একজিকিউটিঊ কাউন্সিল একজন প্রতিনিধি পাঠাবে, রাজ্য সরকার ও রাজ্যপাল পাঠাবেন একজন করে সদস্যকে। তাঁদের মধ্য থেকে একজনকে রাজ্যপাল চেয়ারম্যান নিযুক্ত করবেন। বোর্ড তিন সদস্যের একটি প্যানেল তৈরি করে আচার্যের কাছে জমা করবেন। রাজ্যপাল ওই প্যানেল থেকে একজনকে উপাচার্য বলে নিযুক্ত করবেন। তিনজনের কাউকে উপযুক্ত মনে না হলে রাজ্যপাল পুরনো তালিকা বাতিল করে নতুন নাম চাইতে পারবেন। উপাচার্য পাঁচ বছরের জন্য নিযুক্ত হবেন। তাঁর বেতন হবে ন্যূনতম 75 হাজার টাকা।