Barak UpdatesHappeningsBreaking News
গুয়াহাটি যাওয়ার আগে প্রস্তুতি প্রদর্শন করলেন শিলচরের বিহুশিল্পীরা
ওয়েটুবরাক, ৭ এপ্রিল : আগামী ১৪ এপ্রিল গুয়াহাটির সরুসজাই স্টেডিয়ামে রাজ্য পর্যায়ের মেগা বিহু নৃত্যের আয়োজন করেছে রাজ্য সরকার। বিহু নৃত্যকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে ওইদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় এগারো হাজার শিল্পী বিহু নৃত্য-বাদ্য প্রদর্শন করবেন । বিশাল এই কর্মযজ্ঞে কাছাড় জেলা থেকেও কুড়িজনের নৃত্যশিল্পীর দল অংশগ্রহণ করবে। ১০ এপ্রিল তাঁরা গুয়াহাটির উদ্দেশে যাত্রা করবেন। অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে বৃহস্পতিবার কাছাড় জেলার শিল্পীরা জেলাশাসক কার্যালয়ের সামনে তাদের বিহু নৃত্যের প্রস্তুতি তুলে ধরেন। অনুষ্ঠানে জেলাশাসক রোহন কুমার ঝা, পুলিশ সুপার নোমাল মাহাতো সহ প্রশাসনের বিভিন্ন স্তরের অফিসার-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিহুনৃত্যে যোগ দেওয়ার আগে কাছাড় জেলার শিল্পীদের পাঁচ দিনের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে পালংঘাটের শিবদুর্গা ক্লাব সহযোগিতা করে।