India & World UpdatesHappeningsBreaking News
গুয়াহাটি থেকে কলকাতায় গিয়ে মাওবাদী নেতাকে ধরল এনআইএ
ওয়েটুবরাক, ১৯ সেপ্টেম্বর: পশ্চিমবঙ্গের মাওবাদী জঙ্গিনেতা সম্রাট চক্রবর্তী ধরা পড়লেন৷ সোমবার কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে তাকে গ্রেফতার করা হয়৷ গুয়াহাটি এনআইএ তাদের একটি মামলায় সম্রাটকে খুঁজছিল৷ এরাই এ দিন তাকে নাগালের মধ্যে পেয়ে যায়৷ এখন সম্রাটকে গুয়াহাটিতে নিয়ে আসার আইনি প্রক্রিয়া চলছে৷ সম্ভবত মঙ্গলবারই তাকে নিয়ে গুয়াহাটির উদ্দেশে রওয়ানা হবে কেন্দ্রীয় তদন্তকারী দলটি৷ সম্রাট কিষেণজির ঘনিষ্ঠ ছিলেন৷ সিঙ্গুর-নন্দীগ্রামের মাওবাদী লড়াইয়ে যুক্ত ছিলেন৷ ২০১৬ সালে চলে আসেন আসামে৷ গ্রামে গ্রামে ঘুরে মাওবাদ বোঝাতেন৷
আসামে ধরপাকড় শুরু হলে কলকাতায় ফিরে যান সম্রাট চক্রবর্তী। থাকতেন কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশে। একটি গোডাউনে কাজ করতেন। সেখানকার কাজের আড়ালে মাওবাদী কার্যকলাপ চালাতেন। গোপন সূত্রে বিষয়টা জানতে পারে এনআইএ। এরপরই শুরু হয় নজরদারি। সোমবার সকালে মাও নেতা গৌর চক্রবর্তীর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন সম্রাট। সেই সময়ই গ্রেফতার করা হয় তাকে। ধারনা করা হচ্ছে, মাও নেত্রী নির্মলার সঙ্গেও সাক্ষাৎ হতো সম্রাটের।