NE UpdatesHappeningsBreaking News

গুয়াহাটির শিশু নির্যাতন মামলায় চিকিৎসক দম্পতির পিএকে খুঁজছে পুলিশ

ওয়েটুবরাক, ১২ মে: গুয়াহাটির শিশু নির্যাতন মামলায় নতুন তথ্য পেয়েছে পুলিশ৷ শিশুদুটিকে চিকিৎসক দম্পতির পরিবারে এনে দিয়েছিল ধৃত সঙ্গীতা দত্তের ব্যক্তিগত সহকারী উৎপলা বসু৷ পুলিশ জানিয়েছে, নির্যাতনের অভিযোগে ধরপাকড় শুরু হতেই উৎপলা পালিয়েছেন৷ প্রাথমিক তদন্তে তাঁরা জানতে পেরেছেন, তিনি কোচবিহারে আত্মগোপন করেছেন৷ তাকে ধরে আনতে পুলিশ বিশেষ তৎপরতায় অভিযানে নেমেছে৷ তাদের অনুমান, উৎপলাকে পেলে শিশুদুটির সম্পর্কে বহু তথ্য জানা যাবে৷ এ দিকে, ইন্ডিয়ান সাইকিয়াট্রি সোসাইটি সদস্য-চিকিৎসক সঙ্গীতা দত্তের ত্রুটির দায় নিতে অস্বীকার করেছে৷ তারা বরং শিশু নির্যাতনের ঘটনার নিন্দা জানান৷ উপযুক্ত তদন্ত করে দোষীদের কঠোর শাস্তির দাবি করেন তাঁরা৷ সোসাইটি নির্যাতিত শিশু দুটির দ্রুত আরোগ্য কামনা করে৷ তাঁদের কথায়, শিশুদুটির ন্যায় পাওয়া উচিত৷

Rananuj

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker