NE UpdatesHappeningsBreaking News
গুয়াহাটিতে ৫ কিমি দীর্ঘ ওড়াল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন মুখ্যমন্ত্রীর
গুয়াহাটি, ১ জানুয়ারি : গুয়াহাটির দিঘলী-পুখুরি থেকে নুনমাটি এফসিআই পর্যন্ত নির্মীয়মান ওড়াল সেতুর ভিত্তিপ্রস্তর সোমবার স্থাপন করলেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। নির্মীয়মান এই সেতুটির দৈর্ঘ্য ৫০৫৩.২০ মিটার। সেতুটি তৈরি করবে লোক নির্মাণ বিভাগ। এর জন্য বাজেট ধরা হয়েছে ৮৫২.৬২ কোটি টাকা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে হিমন্তবিশ্ব বলেন, এই সেতুটি দুই বছর ৮ মাসের মধ্যে নির্মাণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে জনগণের কিছুটা কষ্ট অবশ্যই হবে। কিন্তু ভবিষ্যতে গুয়াহাটিতে সহজভাবে যাতায়াত করার জন্য জনগণকে এই কষ্ট সহ্য করতে হবে।
মুখ্যমন্ত্রী বলেন, এই সেতুর জন্য চান্দমারিতে একটি রোটারি নির্মাণ করা হবে। গুয়াহাটি ক্লাবে অন্য আরেকটি লটারি নির্মাণ হবে। চাঁদমারি ও বি বরুয়া উড়াল সেতুর কিছু অংশ পুনর্নির্মাণ করা হবে। তিনি বলেন, এই ওড়াল সেতুর নির্মাণ সম্পূর্ণ হলে আগামী ২৫ বছর পর্যন্ত এই সড়কে কোনও যানজট হবে না। মুখ্যমন্ত্রী জানান, ২৮ ফেব্রুয়ারি গুয়াহাটি ও উত্তর গুয়াহাটি সেতুর একটি অংশ অর্থাৎ ভূতনাথ থেকে মাছখোয়া পর্যন্ত নদীর তীরে নির্মিত অংশটুকু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। তাছাড়া ফেব্রুয়ারিতেই সাইকেল ফ্যাক্টরি থেকে বর্ষাপাড়া পর্যন্ত অন্য একটি ওড়াল সেতুর নির্মাণ কাজ শুরু করা হবে। জানুয়ারির মাঝামাঝিতে ফ্যান্সিবাজারে ব্রহ্মপুত্রের তীরের উন্নয়ন প্রকল্পের কাজ শুরু করা হবে।