NE UpdatesHappeningsBreaking News

গুয়াহাটিতে পিতা-কন্যার মৃত্যু ঘিরে রহস্য

ওয়েটুবরাক, ২৮ ডিসেম্বর : পিতা-কন্যাকে ঘরের ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার এবং দুইজনের মৃত্যুর ঘটনায় গুয়াহাটিতে চাঞ্চল্য ছড়িয়েছে৷ কোনও দুর্বৃত্ত দলের আক্রমণ নাকি সপ্তম শ্রেণির পড়ুয়া কন্যাকে খুন করে আত্মহত্যা করলেন পিতা, তা জানতে তদন্তে নেমেছে পুলিশ৷ বরাগাঁওয়ের এই ঘটনায় পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ পুলিশ জানিয়েছে, বুধবার নিজের ঘরেই রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন বনজিৎ দাস ও তাঁর কিশোরী কন্যা দিদীক্ষা৷ চিকিৎসকরা দিদীক্ষাকে মৃত বলে ঘোষণা করেন৷ চিকিৎসা চলাকালে বৃহস্পতিবার দুপুরে গুয়াহাটি মেডিক্যাল কলেজে প্রাণ হারান বনজিৎ৷ প্রথমে বিষয়টি দুষ্কৃতী দলের কাজ বলে মনে করা হলেও বনজিতের দাদার ভাষ্যে পুলিশ অন্য সম্ভাবনা খতিয়ে দেখছে৷
তার দাদা জানান, বনজিতের কাছে তিনি কিছু টাকা পেতেন৷ ওই টাকা চাইতে তিনি তাঁর গাড়িচালককে পাঠিয়েছিলেন৷ চালক ফিরে গিয়ে বনজিতকে রক্তাক্ত অবস্থায় দেখেছেন বললেও তিনি এমন মারাত্মক ঘটনা ভাবতে পারেননি৷ বনজিতের স্ত্রীকে ফোন করে জানতে পারেন, তিনি সকালে বাড়ি থেকে বেরিয়েছেন৷ তখন দ্রুত বাড়ি ফিরতে বলেন৷ তিনি ফেরার আগেই অবশ্য প্রতিবেশীরা তাদের উদ্ধার করেন৷ পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে, প্রচুর টাকার ঋণজালে জড়িয়েছিলেন ঠিকাকর্মী বনজিৎ৷

Rananuj

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker