NE UpdatesHappeningsBreaking News
গুয়াহাটিতে পঞ্চকর্মা ব্লক ও পঞ্চকর্মা উৎকর্ষ কেন্দ্রের শিলান্যাস
ওয়েটুবরাক, ১২ ফেব্রুয়ারি : গুয়াহাটির কেন্দ্রীয় আয়ুর্বেদ গবেষণা প্রতিষ্ঠান পঞ্চকর্মা ব্লক এবং সরকারি আয়ুর্বেদিক কলেজে পঞ্চকর্মা উৎকর্ষ কেন্দ্রের শিলান্যাস করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এই অনুষ্ঠানে রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী কেশব মহন্ত, গুয়াহাটির সাংসদ কুইন ওঝা, দিসপুরের বিধায়ক অতুল বরা, পশ্চিম গুয়াহাটির বিধায়ক রমেন্দ্রনারায়ণ কলিতা প্রমুখ উপস্থিত ছিলেন।
জালুকবাড়ির রাজ্য আয়ুর্বেদ কলেজে পঞ্চকর্মার জন্য উন্নত মানের কেন্দ্র স্থাপন করা হবে এবং আয়ুস মন্ত্রণালয়ের আয়ুর স্বাস্থ্য যোজনার অধীনে রাজ্য আয়ুর্বেদিক ফার্মেসিও উন্নীত করা হবে। এক্ষেত্রে ব্যয় হবে দশ কোটি টাকা। অন্যদিকে গুয়াহাটির কেন্দ্রীয় আয়ুর্বেদিক গবেষণা প্রতিষ্ঠানে পঞ্চকর্মা ব্লক এবং রসায়ন পরীক্ষাগার নির্মাণে ব্যয় হবে দশ কোটি টাকা।
অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন, আয়ুর্বেদ হচ্ছে শারীরিক সবলীকরন এবং মানসিক উৎকর্ষ সাধনের চালিকাশক্তি। অসম এবং সমগ্র উত্তর-পূর্বের আয়ুর্বেদ খণ্ডে বিশাল সম্ভাবনা রয়েছে। তাঁর কথায়, ভারতীয় পরম্পরাগত চিকিৎসার এক বর্ণময় নিদর্শন আয়ুর্বেদের উত্থানের এই সুযোগ গ্রহণ করতে হবে এবং মানবসমাজের মঙ্গলে প্রয়োগ করতে হবে।