India & World UpdatesHappeningsBreaking News
গুয়াহাটিতে গ্রেফতার মায়ানমারের চিন প্রদেশের ২৬ যুবা
ওয়েটুবরাক, ১৩ সেপ্টেম্বর : রবিবার সকালে জাল নথি সহ গুয়াহাটির পল্টনবাজারে ধরা পড়ে ২৬ জন মায়ানমার শরণার্থী৷ তাদের মধ্যে ১০ জন তরুণীও রয়েছে৷ সকলের বয়স ১৮ থেকে ২৫-র মধ্যে৷ দুটি গাড়িতে তারা আইজল থেকে গুয়াহাটিতে যায়৷ তল্লাশি চলাকালে তারা নিজেদের ভারতীয় ছাত্র বলে দাবি করে৷ বাইবেল নিয়ে পড়াশোনার জন্য সবাই মিলে দিল্লি যাবে বলে জানায়৷ দাবির সমর্থনে অনেক নথিপত্রও পুলিশের সামনে তুলে ধরে৷
পুলিশ জানিয়েছে, পরীক্ষা করে ধরা পড়ে, আধার কার্ড, ভোটার পরিচয় পত্র সহ সব নথি জাল৷ সবাইকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ এরা মায়ানমারের নাগরিক হলেও রোহিঙ্গা নয়৷ সবাই সে দেশের চিন প্রদেশের বাসিন্দা৷ মানবিকতার খাতিরে মিজোরাম সরকার মায়ানমার থেকে বিতাড়িতদের আশ্রয় দিচ্ছে৷ কিন্তু এরা প্রতারণা করে অন্যত্র ছড়িয়ে পড়ার চেষ্টা করছে৷ জাল নথিপত্র বের করার ঘটনা ধরা পড়তেই বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে আসাম পুলিশ৷ এদের পেছনে কোনও বিশেষ দুষ্কৃতীচক্র জড়িত কিনা ভালো করে খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে৷