NE UpdatesHappeningsBreaking News

গুয়াহাটিতে অপহরণ করে মুক্তিপণ দাবি ১৯ কোটি টাকার বিটকয়েন

ওয়েটুবরাক, ৭ ফেব্রুয়ারি : বন্ধু পরিচয়ে পার্টিতে ডেকে গুয়াহাটিতে ব্যবসায়ীপুত্রকে অপহরণ করল একদল দুষ্কৃতী৷ প্রতিষ্ঠিত ব্যবসায়ী মনোজ সুরানার এজাহার পেয়ে ২ ফেব্রুয়ারি তদন্তে নামে পুলিশ৷ মনোজ জানান, আগের দিন ঘর থেকে বেরিয়েছে তাঁর ছেলে অঙ্কুর৷ রাতে বাড়ি ফেরেনি৷ পরিচিতদের সঙ্গে যোগাযোগ করলেও সন্ধান মেলেনি তাঁর৷ পুলিশের তদন্ত চলাকালেই অপহরণকারীরা ইন্টারনেটের সাহায্যে অঙ্কুরের দিদির কাছে ফোন করে মুক্তিপণ দাবি করে৷ কিউআর কোড পাঠিয়ে ওই অ্যাকাউন্টে ১০৪টি বিটকয়েন কিনে দিতে বলে৷ সে সময়ে এর মূল্য দাঁড়ায় ১৯ কোটি টাকা৷
ওই ফোনের সূত্র ধরেই পুলিশ আমসিং টি এস্টেটে অঙ্কুরকে খুঁজে পায়৷ হাত-পা-চোখ বেঁধে রাখা৷ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন৷
গুয়াহাটির পুলিশ কমিশনার দিগন্ত বরা জানান, অঙ্কুরকে আমসিঙের এক রিসর্টে পার্টিতে ডেকে নেওয়া হয়েছিল৷ মাঝপথেই তাকে অপহরণ করে এরা৷ পরে একটি ঘরে আটকে রাখে৷ দিগন্ত বলেন, অপহরণকারীদের দলে ৮ জন রয়েছে৷ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে৷ ৩ জন পলাতক৷ তবে তদন্তের স্বার্থে অপহরণকারীদের সম্পর্কে এখনই তিনি কোনও তথ্য দিতে চান না৷

Rananuj

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker