NE UpdatesHappeningsBreaking News
গুপ্তধনের সন্ধানে ৫ শিশুকে বলির চেষ্টা, ধৃত ৭
১৬ নভেম্বর: অঢেল সম্পত্তির মালিক হওয়ার স্বপ্নে নিজেদের তিন সন্তানকে বলি দিতে চেয়েছিল শিবসাগরের দুই ভাই৷ টের পেয়ে গ্রামবাসীরা প্রাণ বাঁচান নিষ্পাপ শিশু-কিশোরদের৷ পুলিশ দুই ভাই সহ মোট ৭ জনকে গ্রেফতার করেছে।
শিবসাগর জেলার ডিমৌমুখের বাসিন্দা সরিফুল আলি ও তার ভাই জমিউল আলিকে মরাণের এক ওঝা বলেছিল, তাদের বাড়ির আশপাশে বিরাট গুপ্তধনের ভাণ্ডার রয়েছে৷ কিন্তু ওই ধনরত্ন উদ্ধার করতে হলে চাই পাঁচ নাবালকের বলি ও রক্ত৷ কালীপুজোর রাতে ওই পাঁচ জনকে বলি দিলেই মাটি খুঁড়ে তোলা যাবে সব সম্পদ। সোনারির একজন ওঝাও একই কথা বোঝায় তাদের।
সেই মতো, নিজেদের তিন সন্তান ও পড়শিদের দুই সন্তানকে বলি দেওয়ার তোড়জোড় করে তারা। ৩ বছর থেকে ১৫ বছর বয়সী ওই শিশু ও কিশোরদের কালীপুজোর রাতে একজোট করা হয়। এর পর তিন বছরের শিশুটিকে প্রথম বলি দেওয়ার জন্য কাঁচা হলুদ, সিঁদুর গায়ে মাখিয়ে বাড়ির পিছন দিকে নিয়ে যাওয়ার সময় প্রতিবেশীদের নজর পড়ে। তাদের সন্দেহ হয়৷ জিজ্ঞাসা করলে মিথ্যে বলতে থাকে সরিফুল ও জমিউল। ততক্ষণে শতাধিক মানুষ জড়ো হয়ে যায়। মারধরে আসল ঘটনা জানায়। পাঁচটি শিশুকে উদ্ধার করে বাড়ি নিয়ে যান গ্রামের মানুষ। পুলিশ এসে বলির জন্য রাখা একাধিক দা, গুপ্তধন খুঁড়ে তোলার কোদাল-বেলচা উদ্ধার করে। তদন্তে নেমে পুলিশ দুই ভাই, ওঝা সহ সাতজনকে গ্রেফতার করেছে।