Barak UpdatesHappeningsBreaking News
গান গেয়ে, ডায়লগ ছুঁড়ে কৌশিক রাইয়ের জন্য ভোট চাইলেন মনোজ তিওয়ারি
ওয়েটুবরাক, ১৭ মার্চঃ বিন্নাকান্দি বাগানে বিজেপির নির্বাচনী সভা জমিয়ে দিলেন সাংসদ মনোজ তিওয়ারি। নিজস্ব ঢঙে ভোজপুরি ভাষায় কৌশিক রাইয়ের জন্য ভোটভিক্ষা করলেন। কখনও গান গাইলেন, কখনও ডায়লগ ছুঁড়ে সভাস্থল মাতিয়ে রাখেন তিনি। আর যেটুকু রাজনৈতিক বক্তৃতা করলেন, এর পুরোটাই ছিল মোদিবন্দনা। বিধানসভা নির্বাচন হলেও মনোজ তিওয়ারি বলে গিয়েছেন, মোদির জন্যই সবাইকে পদ্মফুল চিহ্নে ভোট দিতে হবে। মূলত বাগান ভোটারদের জন্য মনোজবাবুকে এনেছিলেন কৌশিক রাই। তাঁর উদ্দেশ্য পুরো সার্থক। সভায় উপস্থিত জনতার সঙ্গে ভাল সংযোগ স্থাপন করেছিলেন অনুষ্ঠানের প্রধান বক্তা ভোজপুরি গায়ক-অভিনেতা, দিল্লি বিজেপির প্রাক্তন সভাপতি তিওয়ারি।
প্রার্থী কৌশিক রাই বলেন, দীর্ঘকাল আগে লক্ষীপুর মহকুমা বলে ঘোষিত হয়েছে। কিন্তু এখনও কোনও পরিকাঠামো গড়ে ওঠেনি। তিনি লক্ষীপুরকে নতুন চেহারা দিতে চান, পানীয় জলের সমস্যা দূর করতে চান। তিনি দাবি করেন, রাজ্যে বিজেপির সরকার হচ্ছে। এই সময়ে বিধায়ক যদি শাসক দলের হন, তাহলে এলাকার উন্নতি করা সম্ভব।