Barak UpdatesHappeningsCulture
গান, কবিতা, শ্রুতি নাটকে জমজমাট সমকালের প্রয়াস
১৩ জুন : নানা প্রতিকূলতার মধ্যে সাময়িকভাবে কিছুদিন থেমে থাকলেও সমকালের মাসিক অনুষ্ঠান ‘প্রয়াস’ চলছে আপন গতিতে। এ মাসের প্রয়াসের অনুষ্ঠান হয়েছে ১২ জুন, রবিবার সন্ধ্যায় শিলচর প্রেমতলা জননী অ্যাপার্টমেন্টের অস্থায়ী স্বর্ণজিৎ নাথ স্মৃতিমঞ্চে।
অনুষ্ঠানের প্রথমেই একক সঙ্গীত পরিবেশনায় ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী যুথিকা দত্ত বণিক। তাঁকে তবলায় সহায়তা করেন তাঁরই সুপুত্র অরুণাভ দত্ত বণিক। তিনি তাঁর অনুষ্ঠান শুরু করলেন গ্রীষ্ম শেষে এবং বর্ষার শুরুতে রবীন্দ্রনাথের ‘তপের তাপের বাঁধন কাটুক’ গানটি দিয়ে। এরপর গাইলেন ‘তুমি যত ভার দিয়েছো সে ভার’। এরপর দুটি নজরুল গীতি গাইলেন ‘নয়ন ভরা জল গো তোমার’ এবং ‘আমার আপনার চেয়ে আপন যে জন’।এরপরে তিনি গাইলেন তিনটি আধুনিক গান, ‘তোমার ভূবনে মাগো এতো পাপ’, মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে’ ও ‘ঝরা পাতা ঝড়কে ডাকে’। পরপর সাতটি গান তিনি সুরেলা কন্ঠে পরিবেশন করলেন।
অনুষ্ঠানের দ্বিতীয় শিল্পী ছিলেন সংস্থা সদস্য বাচিক শিল্পী শুভ্রা ভট্টাচার্য। তিনি পর পর ৫টি কবিতা আবৃত্তি করে শোনান।তাঁর পরিবেশনায় ছিল কবিগুরুকে উদ্দেশ্য করে কবি দীনেশ দাসের লেখা ‘প্রণমি’, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘কুয়ার ধারে’, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ‘না পাঠানো চিঠি’, অমিতাভ দাসগুপ্তের লেখা ‘আমার নাম ভারতবর্ষ’ এবং দেবেশ ঠাকুরের লেখা ‘বিষ্ণুপ্রিয়া’।
অনুষ্ঠান শেষ হয় সারস্বতের শ্রুতিনাটক দিয়ে। অভিনয়ে ছিলেন বিশিষ্ট নাট্যকার শান্তনু সেনগুপ্ত এবং তাঁর সহধর্মিণী অনুরাধা সেনগুপ্ত। নাটকটি ছিল একটি সুখী দাম্পত্য জীবণের বাস্তবচিত্র। রঙ্গরসের এই নাটকের নাম ছিল ‘পাকা দেখা’। নাটকের শুরুতে ছিল সচরাচর যেভাবে বিয়ের আগে সম্বন্ধের জন্য মেয়েকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখা হয় সেই চিত্র।তবে এই নাটকে তার একটু ব্যতিক্রম দেখা গেল যে হবু শাশুড়ি যেভাবে খুঁটিয়ে খুঁটিয়ে মেয়েকে দেখলেন, মেয়েও তার বদলা নিলেন ছেলের সমস্ত খুঁটিনাটি জিগ্যেস করে। এভাবে চলতে গিয়ে দুজনের মধ্যে প্রেম বিনিময় হয়ে বিয়ে হয়।
এভাবে বছরের পর বছর দুজনের মধ্যে রঙ্গরসের দিন চলতে চলতে একসময় টক-ঝাল-মিষ্টির সমন্বয়ে দাম্পত্য জীবন মধুময় হয়ে ওঠে। এই নাটকটিতে দাম্পত্য জীবনের এই বাস্তব চিত্রটিই ফুটে উঠেছে।অসাধারণ একটি শ্রুতি নাটক পরিবেশন করলেন সেনগুপ্ত দম্পতি। এ দিন অনুষ্ঠানের শুরু থেকে শেষ অব্দি সুনিপুণভাবে পরিচালনা করলেন সংস্থা সম্পাদক অভিজিৎ ধর।