Barak UpdatesHappeningsBreaking News
গান্ধীভবনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে পুরসভা প্রধানের দ্বারস্থ নাগরিকরা
ওয়েটুবরাক, ২৯ সেপ্টেম্বর : গান্ধীভবনের বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে রূপম সংস্থার উদ্যোগে পুরসভার এগজিকিউটিভ অফিসার জে আর লালসিমের সঙ্গে দেখা করলেন বিভিন্ন সংগঠনের এক প্রতিনিধিদল। এর আগে তাঁরা গান্ধীভবন পরিদর্শন করেন৷ এই প্রেক্ষাগৃহের নতুন যে সব সংস্কার করা হয়েছে, তার জন্য কর্তৃপক্ষকে সাধুবাদ জানান৷ সঙ্গে বলেন, এরপরও কোনও অনুষ্ঠান করার জন্য একে স্বয়ংসম্পূর্ণ বলা যায় না। কারণ যে লাইটের ব্যবস্থা রয়েছে তা দিয়ে ভালো অনুষ্ঠান করা যাবে না। একই ভাবে যে সাউন্ড সিস্টেম রয়েছে তাও অনুষ্ঠানের পক্ষে যথেষ্ট নয়। তাই অনুষ্ঠান করতে গেলে আগের মতই লাইট এবং সাউন্ড সিস্টেম বাইরে থেকে ভাড়া করতে হবে৷ এরপরও এই বর্ধিত ফি গুণতে গেলে কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান করা সম্ভবই হবে না৷
জে আর লালসিম তাঁদের জানান, পূর্বতন আধিকারিক এই নির্দেশ জারি করে গিয়েছেন। এই সিদ্ধান্তের ব্যাপারে অবশ্যই পুনর্বিবেচনা করবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি৷
পরে বাইরে বেরিয়ে প্রতিনিধিদলের সদস্য দীপংকর চন্দ বলেন, আমরা পুর আধিকারিকের বক্তব্য শুনে অনেকটাই আশ্বস্ত৷ আশা করছি, তিনি আমাদের প্রস্তাব মেনে নিয়ে অবিলম্বে নতুন নির্দেশ জারি করবেন।
এদিনের উদ্যোগে অন্যান্যদের মধ্যে বিভিন্ন সংস্থা থেকে উপস্থিত ছিলেন চিত্রভানু ভৌমিক , স্বর্ণালী চৌধুরী, জয় বরদিয়া, প্রদীপ দাস, পরিতোষ চক্রবর্তী, জয়ন্ত দাস, জয়দীপ ভট্টাচার্য , অঞ্জন স্বামী, সব্যসাচী পুরকায়স্থ, দিলীপ সিনহা, অতনু ভট্টাচার্য প্রমুখ। নেতৃত্বে ছিলেন রূপমের সাধারণ সম্পাদক নিখিল পাল৷ তাঁর উদ্যোগেই দুদিন আগে এ নিয়ে নাগরিক সভা অনুষ্ঠিত হয়৷ সেই সভার সিদ্ধান্ত মেনেই দল বেঁধে সবাই গতকাল মঙ্গলবার পুরসভার এগজিকিউটিভ অফিসারের সঙ্গে করেন৷