India & World UpdatesHappeningsBreaking News
গাজায় ঢুকে গ্রাউন্ড অপারেশন চালানোর জন্য প্রস্তুত ইজরায়েল
ওয়েটুবরাক, ২১ অক্টোবর : ইজরায়েল-হামাসের সংঘর্ষ ১৪ দিনে পড়ল। যত দিন যাচ্ছে ইজরায়েলের হামলা আরও জোরদার হচ্ছে। তবে এ পর্যন্ত স্থলপথে হামলা করেনি তারা। এ বার স্থলপথেই হামলার প্রস্তুতি নিচ্ছে।
নির্দেশ পেলেই গাজায় ঢুকে ‘গ্রাউন্ড অপারেশন’ চালানোর জন্য চূড়ান্ত প্রস্তুত ইজরায়েলি সেনা। ইজরায়েল-গাজ়া সীমান্তে গত কয়েক দিন ধরেই সেনা, সাঁজোয়া গাড়ি, ট্যাঙ্ক এবং বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে।
প্রধামনমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সীমান্তে গিয়ে সেনাদের সঙ্গে দেখা করে বার্তা দিয়েছেন, “যে কোনও মুহূর্তে গাজায় ঢুকে পড়ব আমরা। যুদ্ধজয়ের জন্য প্রস্তুত থাকুন।”
বৃহস্পতিবার ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত গিয়েছিলেন সীমান্তে। সেনাদের উদ্দেশে তিনি বলেন, “এখন দূর থেকে গাজা দেখতে পাচ্ছেন। এর পর ভিতর থেকে গাজাকে দেখব আমরা। খুব শীঘ্রই সেই নির্দেশ আসবে।”
হামাসের হাতে এখনও বহু ইজরায়েলি নাগরিক বন্দি। গাজায় হামলা বন্ধ করলে তবেই তাঁদের মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে হামাস। কিন্তু তাদের এই আশ্বাসে ভরসা রাখতে চায় না ইজরায়েল। তাই এ বার সরাসরি গাজায় ঢুকেই হামলা চালিয়ে বন্দিদের মুক্ত করার কৌশল নিচ্ছে তারা। তাই ইতিমধ্যেই গাজা সীমান্তে বিশেষ ভাবে প্রশিক্ষিত বাহিনীকে মোতায়েন করা শুরু করেছে ইজরায়েল।