NE UpdatesAnalyticsBreaking News
গতবারের ভূগোল প্রশ্নপত্র ভাইরাল করেছে দুষ্টচক্র, বিভ্রান্ত না হতে বললেন শিক্ষামন্ত্রী
গুয়াহাটি, ১৮ মার্চ : সাধারণ বিজ্ঞান ও অসমিয়া প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর শনিবার সকালে ফের ভূগোলের প্রশ্নপত্র ভাইরাল হওয়ার খবর ছড়িয়ে পড়ে। সংবাদ মাধ্যমে এ খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন মহলে উতকণ্ঠা দেখা দেয়। তবে স্বস্তির খবর, শিক্ষামন্ত্রী টুইট করে জানিয়েছেন, ভূগোলের প্রশ্নপত্র ভাইরাল হয়নি। দুষ্টচক্র গতবারের প্রশ্নপত্র এডিট করে তা ভাইরাল করে দিয়েছে।
এ দিন শিক্ষামন্ত্রী ডাঃ রণোজ পেগু বলেন, সোশ্যাল মিডিয়ায় মাধ্যমিকের ভূগোলের যে প্রশ্নপত্র ভাইরাল হওয়ার খবর চাউর হয়েছে, তা পুরোপুরি জাল। যে প্রশ্নপত্র ভাইরাল হয়েছে সেটি ২০২১ সালের। সংশ্লিষ্ট আধিকারিককে এ ব্যাপারে থানায় মামলা দায়ের করতে নির্দেশ দেওয়া হয়েছে।
সেবার পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ২০ মার্চ ভূগোল পরীক্ষার আগে একটি দুষ্টচক্র পরীক্ষার্থীদের বিভ্রান্তির মধ্যে ফেলতে গত বছরের প্রশ্নপত্র ভাইরাল করে দিয়েছে। শিক্ষামন্ত্রী পরীক্ষার্থীদের উদ্দেশে বলেন, সোশ্যাল মিডিয়ায় প্রচার করা এ ধরনের মিথ্যা খবরে বিভ্রান্ত হবে না, যতক্ষণ পর্যন্ত না সেবা এ সংক্রান্ত কোনও স্পষ্টীকরণ দিয়েছে।