NE UpdatesHappeningsBreaking News

গণ্ডার হত্যা : পুরস্কার ঘোষণার পরই ধরা পড়ল তিন চোরাশিকারী

ওয়েটুবরাক, ২ এপ্রিল : পুরস্কার ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে গণ্ডার হত্যার অভিযোগে ধরা পড়ল তিন চোরাশিকারী৷ শোণিতপুর জেলার বড়ঘাট থেকে গ্রেফতার করা হয় হারুন ইসলাম ও জোয়ান আলিকে৷ রকেট আলিকে আনা হয় কলিয়াবর বরঘুলি থেকে৷
এক বছরে একটিও গণ্ডার হত্যা হয়নি বলে এর কৃতিত্ব দাবি করেছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা৷ প্রশংসা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও৷ এর কিছুদিনের মধ্যেই কাজিরাঙার বাগরি বনাঞ্চলে উদ্ধার হয় একশৃঙ্গী গণ্ডারের মৃতদেহ৷ মেরে তাঁর খড়্গ কেটে নিয়ে গিয়েছিল চোরাকারবারিরা৷ ২৬ মার্চের এই ঘটনায় বনবিভাগ বিশেষ গুরুত্ব প্রদান করে৷ চোরাশিকার রুখতে নানা ব্যবস্থা গ্রহণের পরও কী করে গণ্ডারটিকে মারা হল, তদন্ত করা হচ্ছে৷ কঠোর অবস্থান নেন রাজ্যের পুলিশপ্রধান জিপি সিংহও৷ নগাঁও পুলিশ শুক্রবার চোরাশিকারীদের ব্যাপারে প্রকৃত তথ্য জানাতে পারলে পাঁচ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করে৷ নামপরিচয় গোপন রেখেই তথ্যদাতাকে এই অর্থ প্রদান করা হবে বলে অভয় দেওয়া হয়৷ শনিবার তিন চোরাশিকারী ধরা পড়ার পেছনে এই পুরস্কার ঘোষণার কোনও প্রভাব রয়েছে কিনা তা অবশ্য এখনই পুলিশ জানাতে রাজি নয়৷ ধৃত তিনজনকেই নগাঁওয়ে এনে পুলিশ কর্তারা জিজ্ঞাসাবাদ করছেন৷

Rananuj

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker