Barak UpdatesHappeningsBreaking News
গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডে ফের উজ্জ্বল ড. কালাম ইনস্টিটিউট

ওয়েটুবরাক, ৪ এপ্রিল: গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড পরীক্ষায় এবছর অতীতের সমস্ত রেকর্ড ভেঙে এক নতুন ইতিহাস তৈরি করলো বরাক উপত্যকা। এবছর ‘সায়েন্স অলিম্পিয়াড ফাউন্ডেশন’ এবং ‘সিলভার-জোন’ আয়োজিত ম্যাথমেটিক্স এবং বিজ্ঞান বিষয়ে ফাইনাল রাউন্ডে অলিম্পিয়াড পরীক্ষায় বরাক উপত্যকা থেকে ১২ জন পড়ুয়া উত্তীর্ণ হয়েছে। এই ১২ জন ছাত্রছাত্রীই শিলচরের ড. কালাম ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড এডুকেশনের নিয়মিত পড়ুয়া।
এবার এই উপত্যকা থেকে প্রথম বার নবম শ্রেণীর ছাত্র সমীল শেঠ আন্তর্জাতিক স্তরে প্রথম স্থান দখল করে। ইনস্টিটিউটের পক্ষ থেকে বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে বিজয়ী প্রত্যেক ছাত্রছাত্রীদের সংবর্ধিত করা হয়।
অনুষ্ঠানে কালাম ইনস্টিটিউটের কর্ণধার তথা গণিত শিক্ষক সব্যসাচী দাস বলেন, বরাক উপত্যকা প্রতিভার খনি। প্রয়োজন শুধু সঠিক দিশা দেখানো এবং সচেতনতার। তবে আগের থেকে অভিভাবক ও ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতার মাত্রা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। ইনস্টিটিউটের আরেক শিক্ষক সুপ্রতিক রায় বলেন, সমাজ এবং রাষ্ট্রকে যদি উন্নত করতে হয় এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে হয় তাহলে গণিত এবং বিজ্ঞানের বিভিন্ন শাখা-প্রশাখার প্রতি ছাত্রছাত্রীদের মধ্যে শৈশবকাল থেকেই আগ্রহ বৃদ্ধি করতে হবে। এই লক্ষ্যে কালাম ইনস্টিটিউট দিনরাত পরিশ্রম করে চলছে। এভাবে অভিভাবকদের সহযোগিতা পেলে এই উপত্যকা থেকে প্রতি বছর ম্যাথমেটিক্স এবং সায়েন্স বিষয়ে এই শহরের পড়ুয়ারা আন্তর্জাতিক স্তরে উত্তীর্ণ হয়ে সমাজ ও দেশের নাম উজ্জ্বল করতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।