Barak UpdatesHappeningsBreaking News
গঠিত হল বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের যুব সংগঠন
২৯ জানুয়ারি: বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের যুব শাখা গঠিত হয়েছে৷ নাম রাখা হয় বরাক ডেমোক্রেটিক ইয়ুথ ফ্রন্ট। কল্পার্নব গুপ্তকে মুখ্য আহ্বায়ক হিসেবে দায়িত্ব অর্পণ করে একটি আহ্বায়ক কমিটি গঠিত হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন দেবরাজ দাসগুপ্ত, জিয়া তাঁতি, মহিউদ্দিন এবং সঞ্জয় দেব।
এই যুব শাখার উদ্দেশ্য ব্যাখ্যা করে বিডিএফ নেতৃবৃন্দ বলেন, দিশপুরের চক্রান্তে বরাক উপত্যকার ছাত্র ও যুবপ্রজন্ম অনেকদিন ধরে বঞ্চনা এবং বৈষম্যের শিকার হচ্ছেন। প্রান্তিক এক ভূখন্ডের বাসিন্দা হিসেবে অনেক সুযোগ সুবিধা তাদের কাছে অধরা। যুব প্রজন্ম চাকরির সুযোগ থেকে বঞ্চিত। সব মিলিয়ে হতাশার পরিবেশ। একমাত্র ঐক্যবদ্ধ আন্দোলনই ছাত্র যুবাদের এসব সমস্যার সমাধান করতে পারে।
নবগঠিত ইয়ুথ ফ্রন্টের মুখ্য আহ্বায়ক কল্পার্নব গুপ্ত বলেন, বরাক উপত্যকায় নায্য দাবিতে ছাত্র আন্দোলনের এক উজ্জ্বল ঐতিহ্য রয়েছে৷ বর্তমান অসুস্থ রাজনীতির চালে অনেকদিন ধরেই তা ম্রিয়মান হয়ে পড়েছে। নবগঠিত বরাক ডেমোক্রেটিক ইউথ ফ্রন্ট ঐক্যবদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সেই পুরনো ঐতিহ্যকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করবে। জাতি ধর্ম নির্বিশেষে বরাকের সমস্ত ছাত্র যুবাদের তিনি এই ব্যাপারে সহযোগিতার আহ্বান জানান তিনি৷