Barak UpdatesHappeningsCultureBreaking News

খেলাধূলা-সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্পন্ন আসাম বিশ্ববিদ্যালয় টিচার্স মিট

ওয়েটুবরাক, ১৮ ফেব্রুয়ারি : আসাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (আউটা)-র উদ্যোগে উদযাপিত হলো আসাম বিশ্ববিদ্যালয় টিচার্স মিট। ১৫-১৬ ফেব্রুয়ারি দুই দিন ব্যাপী ইন্ডোর ও আউটডোর খেলাধূলায় শিক্ষকরা তাঁদের পারদর্শিতা দেখান। এবারে স্পোর্টস অ্যান্ড গেমস্ ইভেন্ট ছাড়াও দুই দিন সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথম দিনের অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নাচ-গান-আবৃত্তি প্রভৃতি পরিবেশন করেন।

দ্বিতীয় দিন আউটা সভাপতি অধ্যাপক অমলেন্দু চক্রবর্তী ও সাধারণ সম্পাদক অধ্যাপক অমিত কুমার দাশ প্রধান অতিথি, গুণীজন ও পৃষ্ঠপোষকদের বরণ করে নেন। ওই দিন সন্ধ্যায় ভরতনাট্যমে সুজিত ঘোষ, সেতার বাদনে ছিলেন  রাজর্ষি ভট্টাচার্য, তবলা সঙ্গতে শুভাশিস চৌধুরী ও উচ্চাঙ্গ সঙ্গীতে জগন্নাথ বর্মণ কাজরি পরিবেশন করেন। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন আগ্রা ঘরানার বর্ষীয়ান শিল্পী পণ্ডিত তারকনাথ সেন। তিনি পণ্ডিত কুমারপ্রসাদ মুখোপাধ্যায়ের সুযোগ্য শিষ্য। পণ্ডিত সেন পরিবেশন করেন খেয়ালে রাগ ঝিঞ্ঝোটি ও বারোয়া, হোরি ঠুংরি। শেষ করেন ভৈরবী দিয়ে। তবলা সঙ্গতে ছিলেন গুরুদাস কর্মকার (ফারুকাবাদ ঘরানা), হারমোনিয়াম বাদনে  সন্দীপ ভট্টাচার্য ও তানপুরায় জগন্নাথ বর্মণ। পণ্ডিতজির দুই খুদে শিষ্য শরীর ঋষভ মজুমদার ও ঈশান মজুমদার কন্ঠদানে সহায়তা করে। প্রধান পৃষ্ঠপোষক, উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থ ও প্রধান অতিথি রোজকান্দি চা বাগানের ম্যানেজার  আই. বি. উবাধিয়ার উপস্থিতিতে বর্ণাঢ্য অনুষ্ঠানটি দর্শকের প্রশংসা লাভ করে। একই অনুষ্ঠানে উপাচার্য পন্থ উন্মোচন করেন আসন্ন শনবিল উৎসবের আনুষ্ঠানিক সঙ্গীত, ওয়েবসাইট ও প্রোমো ভিডিও। প্রচলিত সুরে গানটি গেয়েছেন জগন্নাথ বর্মণ, রচনা অধ্যাপক মানবেন্দ্র দত্ত চৌধুরী। দ্বিতীয় দিনের সমগ্র অনুষ্ঠানটির পরিকল্পনা ও সঞ্চালনায় ছিলেন আউটা সহ-সভাপতি অধ্যাপক মহুয়া সেনগুপ্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker