Barak UpdatesHappeningsBreaking News
খুলে গেল মেঘালয়ের সড়ক, শুরু যান চলাচল
ওয়ে টু বরাক, ২৭ নভেম্বর : প্রতিবেশী রাজ্য মেঘালয়ের পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। গত কয়েকদিন ধরেই এই রাজ্যে একের পর এক বিক্ষিপ্ত ঘটনা ঘটে চলেছে। ৫ দিন ধরেই আসাম ও মেঘালয়ের মধ্যে যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত। এরই মধ্যে রবিবার ষষ্ঠ দিনে দুই রাজ্যের মধ্যে গাড়ি চলাচল চালু করা হয়েছে। সীমান্তে সংঘটিত উত্তেজনাকর পরিস্থিতির জন্য গত ৫ দিন ধরে দুই রাজ্যের মধ্যে যান চলাচল বন্ধ করে রাখা হয়েছিল।
গত মঙ্গলবার থেকেই আসাম পুলিশ এ রাজ্যের জনগণকে মেঘালয়ে প্রবেশের ক্ষেত্রে বাধা প্রদান করে আসছে। যোরাবাটে আসাম থেকে যাওয়া গাড়িগুলোকে পুলিশ আটকে দেয়। বরাক উপত্যকার শিবনগরে এদিকের গাড়ি আটকে রাখা হয়েছিল। এ বার আসাম থেকে মেঘালয়ে প্রবেশের ছাড়পত্র পাওয়ায় স্বাভাবিকভাবেই জনমনে স্বস্তি দেখা গিয়েছে।