India & World UpdatesHappeningsBreaking News
খুলল দুয়ার, আজ থেকেই রামমন্দির দর্শনে আমজনতা
অযোধ্যা, ২৩ জানুয়ারি : ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অযোধ্যার রামমন্দির উদ্বোধন করে রামলালার মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা করেছেন। সোমবার উদ্বোধনের দিন রামমন্দির চত্বরে শুধুমাত্র আমন্ত্রিতদেরই প্রবেশাধিকার ছিল। তবে মঙ্গলবার থেকে সাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে রাম মন্দির। ফলে এ দিন শেষরাত তিনটা থেকেই মন্দিরের প্রধান প্রবেশদ্বারে ভক্তদের লম্বা লাইন ছিল। সবার মনে একটাই আশা, অন্তত একবারের জন্য রামলালাকে দর্শন করবেন।
উল্লেখ্য, রাম মন্দির উদ্বোধনের আবহ গত কয়েকদিন থেকেই গোটা দেশে ছড়িয়ে পড়েছিল। এরই মধ্যে গতকাল রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘ভগবান শ্রীরামচন্দ্রের কাছে আমি ক্ষমা চাইছি। বছর বছর তপস্যার শেষে অবশেষে অযোধ্যায় এলেন ভগবান রাম।’ প্রসঙ্গত, পরম্পরাগত নাগারা স্থাপত্য শৈলিতে নির্মিত শ্রীরাম মন্দিরের পূর্ব-পশ্চিমে দৈর্ঘ্য ৩৮০ ফুট এবং প্রস্থ ২৫০ ফুট। মন্দিরটি ১৬১ ফুট উঁচু। এতে রয়েছে মোট ৩৯২টি স্তম্ভ এবং ৪৪টি দ্বার। মন্দিরের স্তম্ভ ও দেওয়ালগুলোতে হিন্দু দেব-দেবীর ভাস্কর্যযুক্ত চিত্র প্রদর্শন করা হয়েছে। নিচের তলে থাকা গর্ভগৃহে ভগবান শ্রীরামের শৈশবের রূপ সিংহাসনে অধিষ্ঠিত করা হয়েছে।