Barak UpdatesHappenings
ক্লাসরুমে হিন্দি গানের সঙ্গে নেচে বহিষ্কৃত ৮ ছাত্রছাত্রী
ওয়ে টু বরাক, ১৬ ডিসেম্বর : ক্লাসরুমে স্কুল ইউনিফর্ম পরেই একটি হিন্দি গানের সঙ্গে নেচে রিল বানিয়েছিল কয়েকজন পড়ুয়া। সেই রিলটি যথেষ্ট ভাইরালও হয়েছে। কিন্তু স্কুল চলাকালীন ক্লাসরুমের মধ্যেই হিন্দি গানের সঙ্গে নেচে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করার জন্য শেষমেশ বহিষ্কৃত হতে হয়েছে ৮ পড়ুয়াকে। বারইগ্রাম জফরগড় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের এ ঘটনায় বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
মাত্র ২ দিন আগেই মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা সাবধান করে দিয়েছিলেন, স্কুল-কলেজের ক্লাসরুমে ইউনিফর্ম পরে নাচলে ৫০ হাজার টাকা পর্যন্ত ফাইন দিতে হবে। এর ৪৮ ঘণ্টার মধ্যেই পড়ুয়াদের ওপর খাড়া নেমে এসেছে।
স্কুলের অধ্যক্ষ দেবাশিস সেন জানান, ৮ পড়ুয়াকে তাৎক্ষণিকভাবে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে। হিন্দি গানের সঙ্গে নেচে তারা সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে। অথচ মাত্র ৪৮ ঘণ্টা আগে এ ব্যাপারে মানা করেছিলেন মুখ্যমন্ত্রী। এদের শাস্তি দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর কোনও ছাত্র না করে।