Barak UpdatesHappeningsBreaking News

ক্যাবিনেট মিটিংকে সামনে রেখে দুই সংগঠনের একগুচ্ছ দাবি-প্রস্তাব মুখ্যমন্ত্রীকে

ওয়েটুবরাক, ১৫ মে : আসন্ন ক্যাবিনেট মিটিংকে সামনে রেখে ‘থাউজেন্ড সায়ন্তন’ এবং ‘ভিশন টুয়েন্টি ফাইভ’ নামক নাগরিক ফোরাম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে তাদের দাবি সংবলিত এক স্মারকলিপি পাঠায়৷ কাছাড়ের অভিভাবক মন্ত্রী এবং জেলা প্রশাসনের কাছেও এই দাবিপত্রের কপি পাঠিয়েছেন তাঁরা।

দাবিগুলির মধ্যে রয়েছে শিলচরের প্রয়োজনীয় বিস্তার ঘটিয়ে কর্পোরেশনে উন্নীত করা হোক এবং কর্পোরেশন নির্বাচনের দিন-তারিখ ধার্য করা হোক। গুয়াহাটির পর শিলচর যেহেতু দ্বিতীয় কর্পোরেশন হতে যাচ্ছে, তাই সরকারের ইউআইডিএফ তহবিলের একটি বড় অংশ যেন আগে থেকেই শিলচরের সৌন্দর্যায়ন, সবুজায়ন, পরিষ্কার পরিছন্নতা, ড্রেনেজ ব্যবস্থা প্রভৃতির জন্য সংরক্ষিত করে রাখা হয়। কর্পোরেশন বোর্ড গঠন হয়ে যাবার পর পুনরায় পর্যাপ্ত আর্থিক প্যাকেজের জন্যও আগাম অনুরোধ করা হয়। ‌সৌন্দর্যায়নের বিষয়ে তাঁদের পরামর্শ, শিলচরের সবগুলো মুখ্য রাস্তা ও পাড়া, অলিগলির প্রতিটি রাস্তাকে যথেষ্ট প্রশস্ত ও আধুনিকমানের করে তোলা হোক। শিলচরের বিভিন্ন স্থানে মাল্টি স্টোরিড পার্কিং ব্যবস্থা গড়ে তোলা হোক৷ শিলচরের ব্লক বসানো রাস্তাগুলোর অবস্থা  খারাপের দিকে যাচ্ছে দিনদিন৷ তাই সবগুলো রাস্তাকে উন্নত পাকা রাস্তায় উন্নীত করারও দাবি করেন তাঁরা। ট্রাফিক, ড্রেনেজ, ওয়াটার লগইন প্রভৃতি জ্বলন্ত সমস্যার সুষ্ঠু সমাধান চান তাঁরা৷  অনুরোধ রেখেছেন, শিলচরে ফ্লাইওভার, এলিভেটর যুক্ত সুন্দর ফুটব্রিজ, স্মার্টলুক ফুটপাত, একাধিক ফ্লাইওভার, ওভার ব্রিজ ইত্যাদি বানানোর কাজ অতিসত্বর হাতে নেওয়ার জন্য। রাঙিরখাড়ি থেকে মেডিক্যাল কলেজ পর্যন্ত চার লেনের রাস্তার কাজ অতিসত্বর সম্পূর্ণ করা, শিলচরে রিং-রোড বানানো, নির্ধারিত সময়ের মধ্যে মহাসড়কের কাজ শেষ করা,  সবগুলো অসম্পূর্ণ ব্রিজ ও অ্যাপ্রোচ সম্পূর্ণ করার দাবিও সরকারের কাছে পেশ করা হয়৷

তাঁদের দাবি, পুরো শিলচর জুড়ে যেন হয় সবুজায়ন, রাস্তার দু-পাশে এবং ডিভাইডার জুড়ে যেন থাকে রকমারি গাছ ও ফুলের বাহার , পুরো সিটি জুড়ে রাস্তার পাশে থাকা দেয়ালে আঁকা হোক রঙিন চিত্র। তাঁরা অনুরোধ করেন, বরাক নদীর তীরকে দেওয়া হোক পর্যটন চেহারা। শিলচরের দীর্ঘদিনের জমা জল নিষ্কাশনের সমস্যা ও ড্রেনেজ সমস্যার স্থায়ী সমাধানের জন্য বিভিন্ন বড় কোম্পানির সঙ্গে কথা বলে, উন্নত প্রযুক্তির ব্যবহার করে এই কাজ করানো যেতে পারে। আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেমে একসাথে সমস্ত ওভারহেড বৈদ্যুতিক লাইনও ভূগর্ভে নিয়ে নেওয়া হয়, প্রয়োজনে শিলচরেও এই ব্যবস্থা হাতে নেওয়া যেতে পারে। প্রয়োজন মাফিক বিভিন্ন জায়গায় ওয়াটার এটিএম তৈরি করা এবং স্যানিটাইজেশনের উন্নতির জন্য বায়ো টয়লেট স্থাপন করার বিষয়ও বিবেচনা করার অনুরোধ করেছেন। তারা আরও বলেছেন, শিলচরের প্রতিটি মূল সড়ক এবং অলিগলিতে পর্যাপ্ত স্ট্রিট লাইটের ব্যবস্থা করে পুরো সিটিকে আলোকিত করে তোলা। সমস্ত জলাশয়কে পরিষ্কার করে তোলা এবং তাকে বিভিন্ন রূপ দেয়া।

শিল্পায়ন শিরোনামের অধীনে বলা হয়েছে, সমগ্র শিলচর কাছাড় ও বরাক জুড়ে বিভিন্ন শিল্পাঞ্চল গড়ে তোলা। ছোট ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করা, উৎসাহিত করা ও বাস্তবে রূপান্তর করার জন্য শিলচরে অবস্থিত এমএসএমই অফিসকেও যেন গোটা প্রক্রিয়ার সঙ্গে জড়ানো হয়। দাবিপত্রে ইথানল ম্যানুফ্যাকচারিং ইউনিট স্থাপনের জন্য বিবেচনা করার জন্যও অনুরোধ করা হয়েছে৷ শিলচরের আকর্ষণীয় ভৌগলিক অবস্থান বিবেচনা করে এবং যুব প্রজন্মের কর্মসংস্থানের ব্যাপক উন্নয়নের কথা বিবেচনা করে বড় বড় ন্যাশনাল এবং মাল্টি ন্যাশনাল কোম্পানির বৃহৎ নিবেশ হোক বৃহত্তর শিলচর, কাছাড় তথা বরাক জুড়ে। তারা দাবি পত্রে উল্লেখ করেছেন, শিলচরে হোক আইটি পার্ক, ইন্ডাস্ট্রিয়াল পার্ক। সরকারের উদ্যোগে ‘স্টার্ট আপ’ ব্যবসার প্রভূত বিস্তার ঘটুক শিলচর এবং বরাক জুড়ে। শিলচরে হোক আসাম স্টার্টআপ ‘দি নেস্টের’ স্থানীয় অফিস। থাউজেন্ড সায়ন্তন এবং নাগরিক ফোরাম চায় শিলচরের ছেলেমেয়েরা যেন ‘আইপিএস’, ‘আইএএস’ ইত্যাদি প্রতিযোগিতামূলক পরীক্ষা  ক্র‍্যাক করতে পারে তার জন্য সরকার এবং জেলা প্রশাসন যেন স্থানীয় স্তরে উদ্যোগ গ্রহণ করে৷

সরকারের প্রস্তাবিত মাল্টি মডেল লজিস্টিক পার্কের জায়গা নির্ধারণ প্রক্রিয়া অতিসত্বর সম্পূর্ণ করে ভিত্তিপ্রস্তর স্থাপন করার উদ্যোগ নেওয়ার বিষয়েও দাবি জানানো হয়। দাবিসনদে রয়েছে, অতিসত্বর শিলচর মেডিকেল কলেজে এনজিওপ্লাস্টির সুবিধা, আধুনিক মানের নিউরো ওটি তৈরি, স্থায়ীভাবে নিউরোসার্জন, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, পালমোনোলজিস্ট, নেফ্রলজিস্ট, ইউরোলজিস্ট প্রভৃতি সুপার স্পেশালিটি ডাক্তারের অ্যাপয়নমেন্ট ইত্যাদি৷ শিলচর মেডিকেল কলেজকে সুপার স্পেশালিটি হাসপাতালে উন্নীত করার কাজ খুব দ্রুততার সাথে শেষ করার অনুরোধ করে থাউজেন্ড সায়ন্তন এবং নাগরিক সমাজ। তাঁরা মনে করিয়ে দেন, শিলচর সিভিল হাসপাতালকে প্রস্তাবিত আধুনিক মানের ৩০০ শয্যার হসপিটালে উন্নীত করার কাজ অবিলম্বে শুরু করা উচিত। তাঁরা চান, শিলচরের স্থাপন হোক ‘ভূপেন হাজারিকা রিজিওনাল গভমেন্ট ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট’ এর স্থানীয় শাখা। পাসপোর্ট সেবা কেন্দ্রের মত শিলচরে আসুক সংগীত নাটক একাডেমি এনএসডি, আইসিসিআর প্রভৃতির সেন্টার। প্রস্তাবিত স্বামী বিবেকানন্দ কালচারাল কমপ্লেক্স ও রিসার্চ সেন্টারের কাজ শুরু করা, মিউজিয়ামের কাজ সম্পূর্ণ করা, সরকারের হাতে নেওয়া জেলা গ্রন্থাগার ভবনের কাজ শেষ করা, প্রস্তাবিত প্লানেটোরিয়ামের জায়গা নির্ধারণ ও কাজ শুরু করা ইত্যাদি বিষয় সরকারকে সবিনয়ে মনে করিয়ে দেওয়া হয়েছে।

পর্যটন শিল্প এই শিরোনামের অধীনে তারা লিখেছেন, সরকারের সিদ্ধান্ত নেওয়া চিড়িয়াখানার কাজ যথাসম্ভব দ্রুততার সাথে সম্পন্ন করা, খাসপুরে প্রস্তাবিত টুরিস্ট কমপ্লেক্স বানানোর কাজ শুরু করা, প্রস্তাবিত ভুবন তীর্থ উন্নয়নের কাজ করা হোক৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker