NE UpdatesHappeningsBreaking News

ক্যাবিনেট বৈঠকে এলাহী আয়োজন, নলবাড়ির জেলাশাসককে হিমন্তের ভর্ৎসনা

ওয়েটুবরাক, ২৮ জুন: বৃহস্পতিবার নলবাড়িতে ছিল আসাম মন্ত্রিসভার বৈঠক৷ ওই বৈঠক সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের ব্যবস্থা করেন জেলাশাসক বর্ণালী ডেকা৷ বিশেষ খেয়াল রাখেন মন্ত্রীদের আদর-আপ্যায়ণে৷ এরই অঙ্গ হিসেবে মধ্যাহ্নভোজে ছিল এলাহী আয়োজন৷ পদের ছড়াছড়ি৷ মন্ত্রীরা খুশিমনেই ভোজন সারেন, অনেকে বাহবাও দেন জেলাশাসককে৷ নানা পদে খেয়েছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মাও৷

Rananuj

শুক্রবার সকালেই এ নিয়ে সংবাদ মাধ্যমে রসালো গল্প প্রকাশিত হয়৷ এর পরই মুখ্যমন্ত্রী জেলাশাসকের ওপর চটে যান৷ চিঠি পাঠিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন৷ চিঠিতে তিনি লিখেন, “মন্ত্রিসভার বৈঠকের পর সাধারণ নিরামিষ  আহার আয়োজনের কথা বারবার বলার পরও বৃহস্পতিবার তা না মানায় আমি খুবই খারাপ পেয়েছি৷” মুখ্যমন্ত্রীর চিঠির প্রতিলিপি দেওয়া হয়েছে মুখ্যসচিবকেও৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker