Barak UpdatesHappeningsBreaking News
ক্যান্সার হাসপাতালকে আলমারি-সিলিং ফ্যান দিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক
ওয়ে টু বরাক, ১৭ মার্চ : কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি অর্থাৎ সিএসআর কর্মকাণ্ডের অধীনে বৃহস্পতিবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে কাছাড় ক্যান্সার হাসপাতালকে একটি আলমারি, ৫টি সিলিং ফ্যান সহ রোগীদের জন্য খাদ্যসামগ্রী প্রদান করা হয়। কাছাড় ক্যান্সার হাসপাতালের চিকিৎসক ইকবাল বাহার এবং ডাক্তার পিকে চক্রবর্তীর কাছে আলমিরা, সিলিং ফ্যান ও খাদ্য সামগ্রীগুলি তুলে দেওয়া হয়।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের জোনাল হেড ও জেনারেল ম্যানেজার বিক্রমজিৎ সোম, শিলচর সার্কলের প্রধান সুদীপ দাস সিএসআর কার্যসূচির অধীনে কাছাড় ক্যান্সার হাসপাতালকে এই সামগ্রীগুলি তুলে দেন। হাসপাতালের পক্ষ থেকে পিএনবি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয়। পিএনবির পরবর্তী সিএসআর উত্তর কৃষ্ণপুরে আয়োজিত হবে এবং নিবেদিতা নারী সংস্থাকে সেলাই মেশিন বিতরণ করা হবে বলে জানান পিএনবির কর্মকর্তারা।
আগামী ১৫ এপ্রিলের মধ্যে পিএনবির সার্কল কার্যালয়ে রক্তদান শিবির আয়োজিত হবে বলেও জানান ব্যাংকের জেনারেল ম্যানেজার। উল্লেখ্য, সিএসআর কার্যসূচির অধীনে ২০২২ সালে শিলচর, করিমগঞ্জ ও হাইলাকান্দি সিভিল হাসপাতালে পিএনবির পক্ষ থেকে ১০ লক্ষ টাকা করে মোট ৩০ লক্ষ টাকার চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়েছিল।