Barak UpdatesHappeningsBreaking News
কোরাম হল না কাছাড় কলেজের অধ্যক্ষ বাছাই সভায়
ওয়েটুবরাক, ৫ নভেম্বরঃ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ড. সিদ্ধা্র্থশঙ্কর নাথ সাসপেন্ড হওয়ার পর কাছাড় কলেজের নতুন অধ্যক্ষ কে হবেন, এ নিয়েই এখন শহর জুড়ে চর্চা। শনিবার নতুন অধ্যক্ষ বাছাইয়ের জন্য পরিচালন সমিতির সভা ডাকা হয়েছিল, কিন্তু কোরাম হয়নি। ড. নাথ নিজের পছন্দের মানুষদের নিয়ে কমিটি গড়ায়, অধিকাংশ সদস্য এ দিনের সভায় গরহাজির থাকেন। রবিবার ফের সভা আহ্বান করা হয়েছে। এ বার অবশ্য আর কোরামের প্রয়োজন পড়বে না। ফলে রবিবারই নতুন অধ্যক্ষের নাম স্থির হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এর পর সেই নাম প্রস্তাবাকারে উচ্চ শিক্ষা ডিরেক্টরের কাছে যাবে। তিনিই তাতে শেষ সিলমোহর লাগাবেন। তবে পরিচালন সমিতির একক নামের প্রস্তাবে ডিরেক্টর কোনও আপত্তি বা প্রশ্ন তোলেন না, এটাই দস্তুর।
বিধিবদ্ধ প্রক্রিয়াটুকু বাকি রয়ে গেলেও পরিচালন সমিতির সভাপতি শশাঙ্ক শেখর ধর বৃহস্পতিবারই শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসে রসায়ন বিভাগের প্রধান ড. কিরীটিভূষণ দেকে এই পদের জন্য বাছাই করে রেখেছেন। সিনিয়রিটির দিক থেকে কাছাড় কলেজে এই সময়ে ড. কিরীটির আগে চারজন শিক্ষক রয়েছেন। কিন্তু তাঁদের কারোর চাকরির মেয়াদ পাঁচমাসের বেশি নয়। তাই তাঁরা ওই দায়িত্ব নিতে আগ্রহী নন বলে লিখিত ভাবে জানিয়ে দিয়েছেন। ফলে কিরীটিভূষণ দেকে সামনে রেখে কাছাড় কলেজে নতুন রসায়ন এখন শুধু সময়ের অপেক্ষা।